চীনের রেডক্রস সোসাইটি অলিম্পিক গেমসে পরিসেবা কাজে অংশ নিয়ে এই সংস্থার স্বেচ্ছাসেবীকাজকে নতুন মানে উন্নিত করবে। সম্প্রতি চীনের রেডক্রস সোসাইটি স্বেচ্ছাসেবী পরিসেবাকে ২০০৭ সালে এই সংস্থার প্রধান কাজের তালিকাভুক্ত করেছে।
জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমস সাংগঠনিক কমিটি চীনের রেডক্রস সোসাইটি অলিম্পিক গেমসের পরিসেবা কাজে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে। অলিম্পিক গেমসের জন্য রেড ক্রোস সোসাইটির প্রধান প্রধান কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রতিযোগিতার মাঠে রেডক্রস প্রতীক স্থাপন, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া, রেডক্রস পরিসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতা আয়োজিত শহরে জনসাধারণকে স্বাস্থ্য ও জরুরী চিকিত্সা জ্ঞান প্রদান, এইডস রোগ প্রতিরোধের জ্ঞান ও অপরিশোধনীয় রক্তদানের জ্ঞান সম্প্রচার ইত্যাদি।
এখন চীনের রেডক্রস সোসাইটিতে ৫ লাখ ৬৭ হাজার স্বেচ্ছাসেবক আছেন।
|