 ২০০৬ সালের শেষ নাগাদ এশিয় উন্নয়ন ব্যাংক চীনকে মোট ১৭.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে ।
চীনস্থ এশিয় উন্নয়ন ব্যাংকের প্রধান প্রতিনিধি তোরু শিবুচি ৮ জানুয়ারী উত্তর পূর্ব চীনের হার্বিন শহরে অনুষ্ঠিত অর্থবিনিয়োগ ও সহযোগিতা মেলায় বলেছেন , এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের দারিদ্র্য বিমোচন করা এশিয় উন্নয়ন ব্যাংকের প্রধান কাজ । অর্থনৈতিকউন্নয়ন , পরিবেশ রক্ষা সহ নানা ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় চীন সরকারকে সহযোগিতা করা এশিয় উন্নয়ন ব্যাংকের অনিবার্য দায়িত্ব ।
জানা গেছে , এশিয় উন্নয়নব্যাংকের ঋণের ৪১ শতাংশ সড়ক , ও রেলপথ নির্মাণে ব্যবহার করা হয় । ২৫ শতাংশ গ্রামাঞ্চলে মিথেন গ্যাসের সম্প্রসারণ , পানি , জমি ও পানি সম্পদসংরক্ষণ সহ গ্রামাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ প্রকল্পে ব্যবহার করা হবে । উত্তরপূর্ব চীনের পুরনো শিল্প ঘাটি পুনরুদ্ধার সম্পর্কেচীন সরকারের কার্যক্রমে সহযোগিতা করার জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক উত্তর পূর্ব চীনের দূষিত পানি সংশোধন , পরিবেশ রক্ষা , সড়ক নির্মাণ ও বিদ্যুত সরবরাহ সহ বেশ কয়েকটি ক্ষেত্রের কাজে অংশ নিয়েছে ।
|