চীনের সর্বোচ্চ গণ আদালতের মহাপরিচালক সিয়াওইয়াং ৭ জানুয়ারী পূর্ব চীনের সানতুং প্রদেশের চিনান শহরে বলেছেন , দরিদ্র জনসাধারণের আইনগত চাহিদার উপর যথাযথ গুরুত্ব দিতে হবে ।
সারা দেশের উচ্চ আদালতের মহা পরিচালকদের সভায় তিনি এ কথা বলেছেন । গণ আদালতের ২০০৭ সালের কাজ বন্দোবস্ত করার সময় তিনি উল্লেখ করেছেন , আইনগত সাহায্য ব্যবস্থা পরিপূর্ণ করতে হবে এবং ফৌজদারী মামলার শিকারকে রাষ্ট্রের সাহায্যমূলক ব্যবস্থাপ্রতিষ্ঠার বিষয় নিয়ে গবেষণা করতে হবে ।
তিনি বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে দরিদ্র জনসাধারণের আইনগত চাহিদার ওপর গুরত্ব দেয়া এবং যেসব অভিযোগকারীর অবস্থাসাহায্য পাবার শর্তাবলীর সঙ্গে খাপ খায় তাদের অভিযোগ করতে সক্ষম হওয়ার নিশ্চয়তা বিধান করার নির্দেশ দিয়েছেন ।যেসব অভিযুক্তঅন্ধ, বধির বা বোবা, বিচারের সময় যাদের বয়স ১৮ বছর হয়নি , যাদেরকে সম্ভবত মৃত্যুদন্ড দেয়া হবে এবং যাদের কোনো রক্ষক নেই গণ আদালত তাদের জন্য রক্ষক নিয়োগ করবে ।
বর্তমানে দরিদ্র জনসাধারণের আইনগত চাহিদা পূরণ করার জন্য চীন বিনাখরচে আইনগত সাহায্য দেয়ার ব্যবস্থা নিয়েছে ।
|