চীনের রাষ্ট্রীয় সম্পত্তির তত্ত্বাবধান বিষয়ক দায়িত্বশীল কর্মকর্তা লি রোরোন কিছু দিন আগে বলেছেন , পরবর্তী তিন বছরে রাষ্ট্রায়ত্ত বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাস করা হবে । এই ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এক শ'র মতো কমিয়ে দেয়া হবে এবং রাষ্ট্রায়ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত মান ও প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানো হবে । চীনের রাষ্ট্রায়ত্ত বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের একটি সভায় লি রোনরোন এ কথা বলেছেন ।
বর্তমানে চীনের রাষ্ট্রায়ত্ত বড় বড় শিল্পপ্রতিষ্ঠান চীনের বিভিন্ন কর্মক্ষেত্রের প্রধান শিল্পপ্রতিষ্ঠান , কোনো কোনো শিল্পপ্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে । চীনে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১৫৯টি , এ গুলোর ধনসম্পত্তির মোট মূল্য ১২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে ।
তিন বছর আগে থেকেই চীনের বড় বড় রাষ্ট্রায়ত শিল্পপ্রতিষ্ঠানের কাঠামো পুনবিন্যাসের কাজ শুরু হয়েছে । এ সম্পর্কে মিঃ লি রোন রোন বলেছেন , গত তিন বছরে সরকার রাষ্ট্রায়ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাসকে শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে গণ্য করে আসছে । তিন বছরে চীনের রাষ্ট্রায়ত্ত বড় শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১৯৬ থেকে ১৫৯ তে কমিয়ে দেয়া হয়েছে ।
বর্তমানে চীনের বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাসের প্রধান তিনটি উপায় হলো বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সংস্থাগুলোকে শিল্প গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা ,যাতে উত্পাদন ও গবেষণার সমন্বয় সাধন করে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত মান উন্নত করা যায় । শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানোর জন্য দুটি বা তিনটি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের সমস্বয় সাধন করা আর শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাজার উন্মুক্ত করার শক্তি বাড়ানোর জন্য একই কর্মক্ষেত্রের শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় সাধন করা ।
চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাসে কিছু সমস্যাও আছে । এ সম্পর্কে মিঃ লি রোন রোন বলেছেন , চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো আরো যুক্তিযুক্ত করা উচিত । জাতীয় অর্থনীতির মোট ৯৫ টি কর্মক্ষেত্রের মধ্যে ৮৬টি কর্মক্ষেত্র অর্থাত্ ৯০.৫ শতাংশ কর্মক্ষেত্র রাষ্ট্রায়ত্ত বড় শিল্পপ্রতিষ্ঠানে আছে । বড় বড় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মক্ষেত্র প্রয়োজনের চেয়ে বেশী । কোনো কোনো শিল্পপ্রতিষ্ঠানের আকার , সৃজনী শক্তি , খ্যাতনামা পন্য মার্কা সৃষ্টি ও উত্পাদনের কার্যকারীতা ক্ষেত্রেবিশ্বের নামকরা বড় বড় কোম্পানির সঙ্গে এখনও বড় ব্যবধান আছে ।
জানা গেছে , চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাসের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় ধনসম্পত্তি রাষ্ট্রীয় নিরাপত্তা , অবকাঠামো নির্মাণ , খনি সম্পদ ও পরিসেবা ক্ষেত্রে কেন্দ্রীভুত করা , বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানো ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি সম্পন্ন শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ।
মিঃ লি রোন রোন বলেছেন , এ লক্ষ্য অর্জনের জন্য চীনের বড় বড় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এক শ'তে কমিয়ে আনতে হবে । চীনের রাষ্ট্রীয় ধনসম্পত্তি বিভাগ বাজার অর্থনীতির নিয়ম অনুসারে এ কাজ সম্পন্ন করার পরিকল্পনা তৈরী করবে । লি রোন রোন বলেছেন , শিল্পপ্রতিষ্ঠানের কাঠামো পুনর্বিন্যাস সহজ ব্যাপার নয় । নানা উপায়ে চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামোর পুনর্বিন্যাস করা হবে । সরকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অবস্থা বিবেচনা করে উপযুক্ত উপায়ে এ কাজ সুসম্পন্ন করবে ।
|