ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনী ৭ জানুয়ারী বলেছে, এ দিন বাগদাদে সংঘটিত একটি গাড়ি বোমা বিস্ফোরণে মার্কিন বিমান বাহিনীর ৩ জন সৈন্য নিহত এবং একজন আহত হয়েছে।
এ দিন ভোরে ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনী আরো বলেছে, ৫ ও ৬ জানুয়ারী পৃথক পৃথকভাবে দু'জন মার্কিন সৈন্য আনবার প্রদেশ ও বাগদাদে নিহত হয়েছে।
২০০৩ সালের মার্চ মাসের পর, ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা ৩ হাজারেরও বেশী হয়েছে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট বুশ ইরাকের সামরিক নীতি সমন্বয় করার পরিকল্পনা করছেন। যাতে মার্কিন সৈন্যের হতাহতের সংখ্যা কমানো যায়।
|