নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসান্জো ৭ জানুয়ারী রাজধানী আবুজায় আরেক বার ঘোষণা করেছেন যে , তিনি ৫ জন চীনা শ্রমিককে মুক্ত করার চেষ্টা চালাবেন ।
নাইজেরিয়া নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুই চিয়ান কুওয়ের সঙ্গে সাক্ষাত্কালে ওবাসান্জো জোর দিয়ে বলেছেন , এ ঘটনা নিশ্চয়ই সঠিকভাবে সমাধান করা হবে । তিনি আশা করেন এ ঘটনা চীন-নাইজেরিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না ।
সুই চিয়ান কুও বলেছেন , চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রমুখ নেতারা এবং চীন সরকার ও জনগণ এ ঘটনার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে । তিনি আশা করেন নাইজেরিয়া অপহৃত চীনা শ্রমিকদের মুক্ত করার জন্য কার্যকর ব্যবস্থা নেবে ।
অন্য খবরে জানা গেছে , দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ ৫ জন চীনা শ্রমিককে মুক্ত করার কাজে সর্বাত্মক সাহায্য করছে । সি ছুয়ান প্রদশিক সরকার সংশ্লিষ্ট বিভাগকে পররাষ্ট্রমন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে অপহৃত শ্রমিকদের মুক্ত করতে সাহায্য করার জন্য বলেছে ।
|