এশিয় উন্নয়ন ব্যাংক মঙ্গোলিয়া ও চীনেরউত্তর-পূর্বাঞ্চল সম্পর্কিত "উত্তর-পূর্ব এশিয় সহযোগিতা কৌশল গবেষণা" চালু করবে । যাতে এ প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক বিনির্মাণ ত্বরান্বিত করা যায় ।
চীনস্থ এশিয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি তোরু শিবুইচি উত্তর-পূর্ব চীনের হারবিন শহরে অনুষ্ঠিত এক পুঁজি বিনিয়োগ সহযোগিতা ফোরামে বলেছেন , সম্প্রতি এশিয় উন্নয়ন ব্যাংক ১০লাখ মার্কিন ডলার দিয়ে উত্তর-পূর্ব এশিয় আঞ্চলিক সহযোগিতা কৌশল গবেষণা শুরু করবে । এ প্রযুক্তিগত সাহায্য প্রকল্প মঙ্গোলিয়া ও চীনের উত্তর-পূর্বাঞ্চলের কৌশল গবেষণা করার মাধ্যমে অন্তর্দেশিয় সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে ।
তোরু শিবুইচি বলেছেন, উত্তর-পূর্ব এশিয় সহযোগিতা কৌশল গবেষণা প্রধানত তালিয়ান শহর ও হেই লুং চিয়াং প্রদেশের উত্তর-পূর্ব এশিয়ার যোগাযোগে সেঁতুর ভূমিকার পালন গবেষণা করবে ।
|