v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-08 16:22:30    
চীন শহরে কর্মরত কৃষকদের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের অবস্থা সুসম্পূর্ণ করছে

cri
    গত বিশ বছরে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে। নগরায়ন ও শিল্পায়ন প্রক্রিয়া অব্যাহতভাবে উন্নত হওয়ায় গ্রামের বিরাট সংখ্যক অতিরিক্ত শ্রম শক্তি উন্নত অঞ্চলে গিয়ে চাকরি খুঁজে বের করছে। আজকের অনুষ্ঠানে শহরে যাওয়া কৃষকদের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের সমস্যা সমাধানের উপায় সম্পর্কে আপনাদের কিছু বলবো।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের কোনো কোনো শহরে কৃষকদের ছেলেমেয়ের জন্য কিছু বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। এসব বিদ্যালয় সরকারী ও ব্যক্তিগত অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে। শিশুরা শিক্ষা গ্রহণ করার সুযোগ দেয়ার পাশা পাশি কিছু বিদ্যালয়ে অর্থ বা শিক্ষক সংকট দেখা দিয়েছে। ফলে এসব বিদ্যালয়ে নিয়মতান্ত্রিক শিক্ষার মত সুফল পাওয়া যাচ্ছে না। এসব ছাত্রকে আরো ভালো শিক্ষার পরিবেশ দেয়ার জন্য চীনের বিভিন্ন স্থানে শহর কতৃপক্ষ কৃষকদের ছেলেমেয়ে প্রশিক্ষণ দেয়ার বিদ্যালয়গুলো পরীক্ষা করে দেখছে। যেসব বিদ্যালয় রাষ্ট্রীয় শিক্ষাদানের মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়, সেসব বিদ্যালয় বন্ধ করে দেয়া হবে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং স্যু মিং আমাদের সংবাদদাতার সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন, চীন এসব বিদ্যালয় বিধিসম্মতভাবে পরিচালনা করবে।

    যেসব বিদ্যালয় রাষ্ট্রীয় শিক্ষাদানের মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয় বা সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে না, সেসব বিদ্যালয় বন্ধ করা হবে, এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যথাযথ বন্দোবস্তু করা, তাছাড়া ভালো বিদ্যালয়গুলোর প্রশংসা করা হবে এবং সমর্থন দেয়া হবে।

    তিনি বলেছেন, চীন শহরে যাওয়া কৃষকদের ছেলেমেয়েদের শিক্ষাদানের বিদ্যালয়গুলোকে একক পরিচালনা ব্যবস্থায় অন্তর্ভ্যুক্ত করবে। রাষ্ট্রীয় শিক্ষাদানের মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ বিদ্যালয়গুলোকে স্থান,অর্থ ,শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সাহায্য ও প্রশিক্ষণ দেয়া হবে।

    ১২ বয়স বয়সী চি মান চীনের মধ্যাঞ্চলের হো নান প্রদেশ থেকে এসেছে। দু'বছর আগে সে তার বাবা ও মায়ের সঙ্গে পেইচিংয়ে এসেছে এবং একটি ব্যক্তিগত স্কুলে লেখাপড়া করতো। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সে একটি সাধারণ সার্বক্ষনিক প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে শুরু করেছে। সে বলেছে, নতুন স্কুলের শিক্ষার পরিবেশ আগের বিদ্যালয়ের চেয়ে অনেক ভালো।

    আগের বিদ্যালয়ে খেলার মাঠ নেই। ক্রীড়া ক্লাসের সময়ে আমরা ক্লাসরুমে বসতাম। পাশাপাশি একজন শিক্ষক কয়েক ক্লাসের পাঠ দিতেন। এ নতুন স্কুলের খেলার মাঠ খুব বড়। মাঠে ক্রীড়া ক্লাস করতে পেরে আমি খুব খুশি।

    পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে সরকার শিক্ষার বিভিন্ন সম্পদের সুবিন্যস্ত করেছে। উসি শহরের শিক্ষা ব্যুরোর উপমহাপরিচালক চাং ই চোং বলেছেন, উসিতে কৃষকদের ছেলেমেয়ে ও শহরের ছাত্রছাত্রীরা সমান শিক্ষার সুযোগ পাচ্ছে।

    তিনি বলেছেন, কৃষকদের ছেলেমেয়ে ও শহরের ছাত্রছাত্রীরা একই বিদ্যালয়ে সমান শিক্ষা পাচ্ছে, যাতে কৃষকদের ছেলেমেয়েরাও অগ্রগতি লাভ করতে পারে এবং শহরের জীবনে প্রবেশ করতে পারে।

    একদিকে শিক্ষাদানের পরিবেশ ও অবস্থা রাষ্ট্রীয় মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়, এমন বিদ্যালয় বন্ধ করা হচ্ছে, অন্যদিকে চীনের বিভিন্ন স্থানে শহরে যাওয়া কৃষকদের ছেলেমেয়েদের শিক্ষাদানের ভালো বিদ্যালয়গুলোকে সাহায্য করা হচ্ছে। দক্ষিণপূর্ব চীনের চেচিয়াং প্রাদেশিক সরকার ১৯৯৯ সাল থেকে স্কুলের নতুন স্থাপনা নির্মাণের সাহায্য দেয়া ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে শহরে আসা কৃষকদের দুই লাখেরও বেশি ছেলেমেয়ের শিক্ষা গ্রহণের সমস্যা সমাধান করেছে। যেমন চেচিয়াং প্রদেশের ইউ হুয়ান জেলায় কর্মরত কৃষকদের ছেলেমেয়েদের শিক্ষাদানের একটি স্কুলের দায়িত্বশীল ব্যক্তি ওয়েং লি সিন বলেছেন, গত বসন্তকালে যখন তিনি স্কুলের সেকেলে যাওয়া স্থাপনার জন্যে মাথা ঘামাচ্ছিলেন, তখন ইউ হুয়া জেলার শিক্ষা ব্যুরো তাঁকে নতুন স্থাপনা খুঁজে বের করতে সাহায্য করেছেন। ফলে এই স্কুলের সাত শোরও বেশি ছাত্রছাত্রী নতুন ক্লাসরুমে প্রবেশ করেছে। তিনি বলেছেন, 

    স্কুলের একটি নতুন স্থাপনা খুঁজে বের করার প্রক্রিয়া খুবই কঠিন। বিশেষ করে ইউ হুয়ার মত উন্নত অঞ্চলে।