v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-08 16:12:35    
চীন সাফল্যের সঙ্গে 'ফুং ইউন দুই ডি' আবহাওয়া উপগ্রহ উত্ক্ষেপণ করেছে

cri

    ৮ ডিসেম্বর পশ্চিম চীনের সিছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ তিন নং বাহক- রকেটে করে সাফল্যের সঙ্গে ফুং ইউন দুই ডি নামে একটি আবহাওয়া উপগ্রহকে পূর্বনির্ধারিত কক্ষপথে উত্ক্ষেপণ করা হয়েছে । এই উপগ্রহ চীনের উত্ক্ষেপণ করা অষ্টম আবহাওয়া উপগ্রহ । জানা গেছে, এই নতুন আবহাওয়া উপগ্রহ চীনের দুর্যোগের সময় আবহাওয়া ব্যবস্থার নিয়ন্ত্রণের শক্তিকে জোরদার করবে । আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো:

    চীনের রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগের জন্য ফুং ইউন দুই ডি আবহাওয়া উপগ্রহ উত্ক্ষেপণ করা সম্পর্কে। চীনের রাষ্ট্রীয় উপগ্রহ আবহাওয়া কেন্দ্রের প্রধান ইয়াং জুন বলেছেন, এই উপগ্রহের মাধ্যমে পৃথিবীর ওপর সার্বক্ষনিকভাবে আবহাওয়া বিষয়ক তত্ত্বাবধান করা যাবে এবং আবহাওয়া ও সমুদ্র সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে। উল্লেখ্য , এই উপগ্রহ আগের আবহাওয়া উপগ্রহের চেয়ে গণগত মান অনেক বাড়ানো হয়েছে। তা ছাড়া এই উপগ্রহ ও ফুং ইউন দুই সি আবহাওয়া উপগ্রহের মাধ্যমে পৃথিবীর ওপর পর্যবেক্ষণ ও জরীপ করা যাবে । তিনি বলেন: "এই উপগ্রহ ফুং ইউন দুই সি আবহাওয়া উপগ্রহেরসঙ্গে পারস্পরিকভাবে কাজ চালাতে পারবে। একই সঙ্গে তাদের পর্যবেক্ষণ ও জরীপের শক্তি বৃদ্ধি পেয়েছে বলে প্রত্যেক ১৫ মিনিটে পৃথিবির ওপর একবার পর্যবেক্ষণ ও জরীপ করতে সক্ষম হবে। তা আবহাওয়া পর্যবেক্ষণ ক্ষেত্রের মান উন্নত করার জন্যে সহায়ক হবে।"

    জানা গেছে, এই উপগ্রহ পর্যবেক্ষণের আওতা বাড়ানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরোর উপপ্রধান ইয়ু রুছুং বলেছেন, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে আবহাওয়া উপগ্রহ বিষয় উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে । কারণ , টাইফুন এবং ঝড়সহ আবহাওয়া ব্যবস্থার তত্ত্বাবধানে এই আবহাওয়া উপগ্রহ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    চলতি বছর চীনে সবচে' বেশি টাইফুন ঘটেছে । চীনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো এই আবাহাওয়া উপগ্রহ নিয়ে টাইফুনের ওপর সারা দিনের ২৪ ঘন্টাই অব্যাহতভাবে তত্ত্বাবধান করেছে। ফুং ইউন দুই ডি' নামক আবহাওয়া উপগ্রহ সিস্টেমের সংশ্লিষ্ট কর্মকর্তা মাদাম ওয়েই ছাই ইং বলেছেন, " টাইফুনের আঘাতের আগে, আমরা ভূমি পর্যবেক্ষণ সম্পর্কে জানতে পারি। তবে বেশি দূর সমুদ্রে এই উপায় ঠিকভাবে কাজ করতে পারে না। এখন আমরা শুধু এই আবহাওয়া উপগ্রহ নিয়ে অবস্থার তত্ত্বাবধান করতে পারি।"

    আগামী পাঁচ বছরে চীন ছয়টি সম্পদ অনুসন্ধান উপগ্রহ উত্ক্ষেপণ করবে । চীনের সম্পদ অনুসন্ধান উপগ্রহ কেন্দ্র এই তথ্য জানিয়েছে । বর্তমানে চীনের সম্পদ অনুসন্ধান উপগ্রহগুলোর উপাত্ত কৃষি , বন , জলপ্রকল্প , ভূমিসম্পদ , শহরাঞ্চলের গঠনকাজ , পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ তত্ত্বাবধানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । ছিংহাই -তিব্বত রেল পথ নির্মান, তিন গিরিখাত প্রকল্প ও পশ্চিম চীনের উন্নয়ন ইত্যাদি প্রধান প্রধান প্রকল্পে উপগ্রহগুলোর সংগ্রহ করা উপাত্তগুলো ব্যবহার করা হয়েছে ।

    চীনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরোর উপপ্রধান ইয়ু রুছুং বলেছেন, ফুং ইউন দুই ডি' নামক আবহাওয়া উপগ্রহসাফল্যের সঙ্গে উত্ক্ষেপণ করায় চীনের দুর্যোগ তত্ত্বাবধানের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোকে চমত্কার আবহাওয়া তথ্য পরিসেবা দেয়া হয়েছে। তিনি বলেন: " চীনের আবহাওয়া উপগ্রহ হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থার( wmo) তত্ত্বাবধান সিস্টেম ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ উপগ্রহের অন্যতম। তা সাফল্যের সঙ্গে উত্ক্ষেপণ করার পর, আমরা উপগ্রহ সংক্রান্ত তথ্য ভাগাভাগি কাজ সক্রিয়ভাবে করবো। তা দেশের বিভিন্ন বিভাগের সঙ্গে তথ্য ভাগাভাগি করার পাশাপাশি বিশ্বের অন্য দেশের সঙ্গে তথ্য বিনিময় করতে হবে। এর ফলে আবহাওয়া বিষয়ক পূর্ণাঙ্গ মান উন্নত হবে।"

    এখন অস্ট্রেলিয়া , জাপান, সিঙ্গাপুর,মালয়েশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ চীনের ফুং ইউন নামক ধারাবাহিক আবহাওয়া উপগ্রহের তথ্য গ্রহণ করেছে।

    ফুং ইউন দুই ডি আবহাওয়া উপগ্রহ লংমার্চ তিন বাহক-রকেটের সাহায্যে উত্ক্ষেপণ করা হয়েছে । বর্তমানে এই রকেট বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য । চীনের রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা বলেছেন , ২০২০ সালের মধ্যে চীন আরো ২২টি আবহাওয়া উপগ্রহ উত্ক্ষেপণ করবে ।