v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-08 14:05:58    
১--৮ জানুয়ারী, ২০০৬

cri
সিসা ও নানসা দ্বীপপুঞ্জ আর আশেপাশের সমুদ্রের ক্ষেত্রে চীনের সার্বভৌমত্ব আছে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৪ ডিসেম্বর এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , সিসা দ্বীপপুঞ্জ ও তার আশেপাশের সমুদ্রে চীনের যে চিহ্নফলক গড়ে তোলা হয়েছে , তা পুরোপুরি চীনের সার্বভৌমত্বের পরিচায়ক । এই ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোন দেশের নেই ।

সিসা দ্বীপপুঞ্জ ও তার আংশিক সমুদ্র সীমায় চীনের স্থাপিত চিহ্নফলক তথাকথিত ভিয়েতনামের সার্বভৌমত্বকে লংঘন করেছে এবং তা অকার্যকর বলে চীনের বিরুদ্ধে ভিয়েতনাম যে অভিযোগ তুলেছে , সে সম্বন্ধে জানতে চেয়ে সংবাদদাতার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , সিসা ও নানসা দ্বীপপুঞ্জ আর আশেপাশের সমুদ্র সীমায় চীনের সার্বভৌমত্ব বিদ্যমান । এই ব্যাপারে চীনের পর্যাপ্ত ঐতিহাসিক ও আইনগত যুক্তি রয়েছে ।

তিনি বলেছেন , ১৯৮২ সালে জাতিসংঘের সামুদ্রিক আইন বিষয়ক চুক্তি আর ১৯৯২ সালে চীনের সমুদ্র সীমা ও আশেপাশের এলাকা বিষয়ক আইন অনুযায়ী ১৯৯৬ সালে চীন সরকার সিসা দ্বীপপুঞ্জের সমুদ্র সীমা প্রকাশ করেছে।

পেইচিং ওলিম্পিক গেমসের মশালধারীরা এ বছর চুমালাংমা চূড়ায় উঠার চেষ্টা করবেন

পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির ২০০৮ সালের ওলিম্পিক গেমসের পবিত্র আগুন পৃথিবীর সর্বোচ্চ চূড়া---চুমালাংমা চুড়ায় নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে । সম্প্রতি পেইচিংয়ের ভাইস মেয়র , পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান লিউ চিন মিং বলেছেন , মশালধারীদের ট্রেনিংয়ের কাজ শুরু হয়েছে । এ বছরের উপযুক্ত সময় তারা পরীক্ষামূলকভাবে চূড়ায় উঠার প্রচেষ্টা চালাবেন ।

পেইচিং ২০০৮ ওলিম্পিক গেমসের পবিত্র আগুন পৃথিবীর সর্বোচ্চ চুড়ায় নিয়ে যাওয়ার জন্য মশালধারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে মশাল নিয়ে চূড়ায় উঠতে হবে । এই উত্সাহব্যঞ্জক মুহুর্ত টি ভি কেন্দ্রে সরাসরি সম্প্রচার করা হবে।

চুমালাংমা চুড়ায় তাপমাত্রা খুব কম , বাতাসে অক্সিজনের পরিমানও খুব কম এবং প্রাকৃতিক অবস্থা খারাপ । মশাল যাতে প্রচন্ড শীতে নিভে না যায় , মশালটিতে অক্সিজনের ব্যবস্থা করা হবে । লিউ চিন মিন বলেছেন , বিশেষ মশাল ডিজাইনের কাজ শেষ পর্যায়ে রয়েছে ।

পেইচিংয়ের মাথাপিছু জিডিপি ৬০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে

২০০৬ সালে পেইচিংয়ের মাথাপিছু জিডিপি প্রথমবারের মতো ৬০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।

পেইচিং ডেইলী পত্রিকার এক খবরে প্রকাশ , ২০০৬ সালে পেইচিংয়ের জিডিপি ১১ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে । এই বৃদ্ধি হার অনুযায়ী ২০০৬ সালে পেইচিংয়ের মাথাপিছু জিডিপি ৬০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে । চীনের বিভিন্ন প্রদেশ , কেন্দ্র শাসিত মহা নগর ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে সাংহাইর পর পেইচিং জিডিপিতে দ্বিতীয় স্থানে রয়েছে ।

"ছুন লেই পরিকল্পনার" সাহায্যে ৪৫ হাজার মেয়ে স্কুলে ফিরে গিয়েছে

"ছুন লেই পরিকল্পনা" উত্তর চীনের অন্তর মঙ্গোলিয়ায় কার্যকর হওয়ার ১২ বছরে ৪৫ হাজার স্কুলচ্যুত মেয়েকে স্কুলে ফিরে যেতে সাহায্য করেছে ।

চীনের জাতীয় নারী কমিশন , চীনের শিশু তহবিল "ছুন লেই পরিকল্পনা" প্রণয়ন করে । এর উদ্দেশ্য হল দরিদ্র্য অঞ্চলের স্কুলচ্যুত মেয়েদের সাহায্য করা ।

১৯৯৪ সাল থেকে চীনের অন্তর মঙ্গোলিয়ায় এ পরিকল্পনা কার্যকর করা হচ্ছে । গত বছর পর্যন্ত সমাজের বিভিন্ন মহল এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১.৬৫ কোটি ইউয়ান অর্থ সাহায্য দিয়েছে । মোট ৩৭টি "ছুন লেই" স্কুল এবং ১৬০টিও বেশি "ছুন লেই" মেয়ে ক্লাস স্থাপন করা হয়েছে । বর্তমানে অন্তর মঙ্গোলিয়ার অনেক মেয়ে এ পরিকল্পনার সাহায্যে কলেজে লেখাপড়া করছে । তাদের মধ্যে কিছু মেয়ে চাকরি করতেও শুরু করেছে ।

আওয়ামি লীগ ও সাধারণ নিবার্চন প্রত্যাহার কথা ঘোষণা করেছে

আওয়ামি লীগ সহ ১৪টি রাজনৈতিক দল ৩ জানুয়ারী রাজধানী ঢাকায় চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিতব্য দেশব্যাপী অনুষ্ঠিতব্যসাধারণ নির্বাচন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। একটি সাংবাদিক সম্মেলনে আওয়ামি লীগের চেয়ারম্যান শেখ হাসিনা এ কথা ঘোষণা জানিয়েছেন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের জন্যে অবাধ, ন্যায়সঙ্গত পরিবেশ সৃষ্টিকরতে ব্যর্থ হয়েছে বলে আওয়ামি লীগ এবারের সাধারণ নিবার্চনে অংশ নেবেনা।

ভারতে সন্ত্রাসী হামলায় আরো ৭ জন নিহত

পূর্ব-উত্তর ভারতের আসাম রাজ্যে ৫ জানুয়ারী সন্ধ্যায় বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে । ৬ জানুয়ারী সন্ধ্যায় আরো ৭ জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে । ফলে এসব হামলায় নিহতদের সংখ্যা ৫৫ জনে দাড়িয়েছে ।

স্থানীয় পুলিশ পক্ষের মুখপাত্র বলেছেন , ১২ জন যাত্রীবাহী একটি বাস ৬ জানুয়ারী সন্ধ্যায় উত্তর আসামের কার্বী এ্যাগলুং এলাকায় চলার সময় সশস্ত্র ব্যক্তিদের বোমা হামলার শিকার হয় । এতে বাসের ৫ জন পুলিশ ও ২ জন কর্মকর্তা নিহত হন । অন্য ৫ জন আহত হন । পুলিশ সন্দেহ করছে যে , স্থানীয় বিছিন্নতাবাদী সংগঠন কার্বী লুংগ্রী মুক্তি ফ্রন্ট এসব হামলা চালিয়েছে ।

৫ জানুয়ারী সন্ধ্যা থেকে ৬ জানুয়ারী সকাল পর্যন্ত আসাম রাজ্যের তিনটি অঞ্চলে পর পর ১০টি সশস্ত্র হামলার ঘটনা ঘটে । এতে ৪৮ জন নিহত হয় । স্থানীয় পুলিশ সন্দেহ করছে যে , সেখানের অন্য এক বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এ সব ঘটনা ঘটিয়েছে ।

মাগরেট ছান আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের পদে নিযুক্ত

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মাদাম মাগরেট ছান ৪ ডিসেম্বর জেনেভায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের পদে নিযুক্ত হয়েছেন। তিনি ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার পর দ্বিতীয় নারী মহাপরিচালক এবং জাতিসংঘের বিশেষ সংস্থার প্রথম চীনা মহাপরিচালক।

মাগরেট ছান ২০০৬ সালের ৯ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ অধিবেশনে মহাপরিচালক নির্বাচিত হন। তিনি বলেছেন, তাঁর কার্যমেয়াদে তিনি প্রধানত আফ্রিকার জনগণের স্বাস্থ্যের অবস্থা উন্নয়ন ও সারা বিশ্বের নারীদের স্বাস্থ্য সমস্যায় সমাধান করবেন। তিনি বলেছেন, সম্প্রীতিময় বিশ্বের প্রতিষ্ঠা স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত।

৫৯ বছর বয়সী মাগরেট ছান ছিলেন হংকংয়ের প্রথম নারী স্বাস্থ্য পরিচালক। ২০০৩ সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ শুরু করেন। তিনি ইতোপূর্বে সংক্রামক রোগ প্রতিরোধক বিষয়ক দায়িত্ব পালন করেছিলেন।

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক: উত্তর কোরিয়ার গণ মাধ্যম

উত্তর কোরিয়ার 'মিনজু ছোসোন' পত্রিকারের খবরে প্রকাশ, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে।

খবরে প্রকাশ, উত্তর কোরিয়া স্বতন্ত্র ও পারষ্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিবেশীমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক। যদি উত্তর কোরিয়ার বৈরী দেশগুলো উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে মেনে নিয়ে অধিকার সম্মান প্রদর্শনকরে উত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি ত্যাগ করে, তাহলে উত্তর কোরিয়া এসব দেশের সঙ্গে তার সম্পর্কের উন্নয়ন করবে।

খবরে আরো প্রকাশ, উত্তর কোরিয়া নিজের সমস্যা নিয়ে স্বাধীনভাবেই অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করে। উত্তর কোরিয়া নিজের ভাবনা ও অবস্থানের ভিত্তিতে স্বাধীনভাবে সব সমস্যার সমাধান করবে।

মাহমুদ আব্বাস ও হানিয়েহের মধ্যে মতৈক্য

৫ জানুয়ারী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং স্বায়ত্তশাসিত সরকারের প্রধান মন্ত্রী হানিয়েহের মধ্যে ফিলিস্তিনের দুই দলের মধ্যেকার তীব্রতর সংঘর্ষ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধের ব্যাপারে মতৈক্য হয়েছে। গত দু' মাস পর এটা হল দুই নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

বৈঠকের পর হানিয়েহ সাংবাদিকদের বলেছেন, ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংঘর্ষ বন্ধের জন্যে তিনি আব্বাসের সঙ্গে প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, আব্বাস নিরাপত্তা রক্ষার জন্যে আরও বেশী পুলিশ মোতায়েন করতে রাজি হয়েছেন। বৈঠকের পর আব্বাস সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত করেনি।

সাদ্দাম হোসেনের দু'জন অনুচরকে; ফাঁসি দেওয়ার তারিখ স্থগিত হয়েছে

ইরাকের প্রধান মন্ত্রী ভবনের একজন কর্মকর্তা ৩ জানুয়ারী সাংবাদিকদের বলেছেন, সাদ্দাম হোসেনের দু'জন অনুচরকে ফাঁসি দেওয়ার তারিখ আরেক বার পিছিয়ে দেওয়া হয়েছে। এ দু'জন অনুচর হল, সাদ্দাম হোসেনের সত্ ভাই গোয়েন্দা বিভাগের সাবেক মহা পরিচালক বারজান হাসান আল-তিকরিতি সাবেক বিপ্লবীআদালদের প্রধান বিচারপতি আওয়াদ আহমেদ আল-বানদার। এই কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক চাপ হল এই ফাঁসিদন্ড পিছিয়ে দেওয়ার কারণ।

সোমালিয়া অন্তর্বতী সরকার; সারা দেশ নিয়ন্ত্রণ করছে

সোমালিয়ার প্রেসিডেন্ট আব্দুলাহি ইউ সুফ ২ জানুয়ারী বলেছেন, সোমালির অন্তর্বতী সরকার গোটা দেশ নিয়ন্ত্রণ করছে।

সোমালিয়ার দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা রক্ষার জন্যে তিনি আফ্রিকা ইউনিয়ন এবং পূর্ব আফ্রিকার উন্নয়ন সংস্থার উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন।

কোনিয়ার পোতাশ্রয় শহর মোমবাসায় সফররত কোনিয়ার প্রেসিডেন্ট কিবাকির সঙ্গে সাক্ষাত করার সময় আব্দুলাহি ইউসুফ এ কথা বলেছেন।সাক্ষাত্কালে তিনি পূব আফ্রিকার উন্নয়ন সংস্থার চেয়ারমান কিবাকিকে সোমালিয়ার পরিস্থিতির হালচাল সর্ম্পকেঅবহিত করেছেন। সাক্ষাত্কারে কিবাকি বলেছেন, কেনিয়া অব্যাহতভাবে সোমালিয়ায় সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষকে সংলাপের মাধ্যমে সোমালিয়ায় শান্তি ও স্থিতিশীলতা অজর্নের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেনিয়া কখনও এ অঞ্চলে অন্যান্য দেশের সরকার উত্খাত করার প্রয়াসীদের আশ্রয় দেবে না। কেনিয়া -সোমালিয়া সিমান্তে কেনিয়ার টহল জোরদার করা হয়েছে।