২০০৬ সালে পেইচিংয়ের মাথাপিছু জিডিপি প্রথমবারের মতো ৬০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।
পেইচিং ডেইলী পত্রিকার এক খবরে প্রকাশ , ২০০৬ সালে পেইচিংয়ের জিডিপি ১১ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে । এই বৃদ্ধি হার অনুযায়ী ২০০৬ সালে পেইচিংয়ের মাথাপিছু জিডিপি ৬০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে । চীনের বিভিন্ন প্রদেশ , কেন্দ্র শাসিত মহা নগর ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে সাংহাইর পর পেইচিং জিডিপিতে দ্বিতীয় স্থানে রয়েছে ।
পেইচিং পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান অনুযায়ী ১৯৯৪ সালে পেইচিংয়ের মাথা পিছু জিডিপি ১০০০ মার্কিন ডলার , ২০০১ সালে তা ৩০০০ মার্কিন ডলার এবং ২০০৫ সালে ৫০০০ মার্কিনডলার ছাড়িয়ে গেছে ।
|