চীনের সর্বোচ্চ গণ আদালতের মহা পরিচালক সিয়াও ইয়াং ৭ জানুয়ারী বলেছেন , আদালত রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার , অর্থ, বাণিজ্য ও মেধাস্বত্ত সম্পর্কিত মামলা সুষ্ঠুভাবেবিবেচনা করবে । যাতে অর্থনৈতিক সম্পর্কনিয়ন্ত্রণ করে সামাজিক উন্নয়নের নিশ্চয়তা বিধান করা যায় ।
পূর্ব চীনের চিনান শহরে অনুষ্ঠিত উচ্চ গণ আদালতের মহা পরিচালক অধিবেশনে সিয়াও ইয়াং উল্লেখ করেছেন , আর্থ-সামাজিক উন্নয়নে শক্তিশালী আইনগত বিধান নিশ্চিতকরা আদালতের প্রধান কাজ । আদালত ভালভাবে উপরোল্লেখিত মামলা সমাধান করে বুনিয়াদী অর্থনৈতিক ব্যবস্থার পরিপূর্ণতা ত্বরান্বিত করবে । আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করবে । সামাজিক আস্থাপ্রতিষ্ঠাত্বরান্বিত করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের আইনবিধির মর্যাদা উন্নত করবে ।
মেধাস্বত্ত্ব সম্পর্কিত মামলা সম্পর্কেসিয়াও ইয়াং জোর দিয়ে বলেছেন , আদালত এ ধরনের মামলা ভাল করে পরিচালনা করবে , বিজ্ঞান ও প্রযুক্তিগত ফলাফলের অধিকার ও গ্রন্থস্বত্ত্ব রক্ষা জোরদার করবে । নকল প্রকাশ ও পেটেন্ট লংঘণ সহ নানা আচরণ রোধ করবে , আইন অনুযায়ী রেজিষ্ট্রিকৃত ট্রেডমার্কাধারীর বিশেষ অধিকার লংঘণ ও প্রতিদ্বন্দ্বীর অন্যায় আচরণ রোধ করবে এবং নেটের মেধাস্বত্ত্ব রক্ষা জোরদার করবে ।
|