চীনা বিজ্ঞান একাডেমীর ভবিষ্যত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে , চীনে বিদেশী পুঁজি বিনিয়োগের ভবিষ্যত প্রবণতা চীনের বৈদেশিক বাণিজ্যের ব্যাপকতা ও কাঠামোর ওপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করবে । তাই চীনে বিদেশী পুঁজি বিনিয়োগের মান উন্নত করা প্রয়োজন ।
" চীনের আমদানি-রফতানি পরিস্থিতির বিশ্লেষণ ও ভবিষ্যত- ২০০৭" নামক একটি প্রতিবেদন থেকে জানা গেছে , ২০০৬ সালে চীনে প্রত্যক্ষ বিদেশী পুঁজি বিনিয়োগের বৈশিষ্ট্য ছিল : রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে প্রত্যক্ষ বিদেশী পুঁজি বিনিয়োগের অনুপাত বেশি , অধিকাংশ বিদেশী পুঁজি চীনের নির্মাণ শিল্পে বিনিয়োগ করা হয়েছে এবং চীনে এশিয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের পুঁজি বিনিয়োগ কমেছে ।
প্রতিবেদনে চীনের তৃতীয় শিল্পে পুঁজি বিনিয়োগের জন্যে বিদেশী ব্যবসায়ীদের উত্সাহিত করা এবং সুবিধাবাদী বিদেশী পুঁজির আমদানি সীমিত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে ।
|