ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসায়াস আফওয়ের্কির সঙ্গে ৬ জানুয়ারী রাজধানী আসমারায় সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং সাক্ষাত্ করেছেন।
লি চাওশিং বলেছেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ১০ বছরেরও বেশী সময়ে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন গভীর হয়েছে, রাজনৈতিক পারস্পরিক আস্থা অব্যাহতভাবে বৃদ্ধি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সুষ্ঠুভাবে চলেছে এবং আন্তর্জাতিক বিষয়াদিতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। চীন সরকার চীন-ইরিত্রিয়া সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়, চীন-ইরিত্রিয়া বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো দ্রুত, আরো উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
ইসায়াস বলেছেন, চীন হচ্ছে ইরিত্রিয়ার ভালো বন্ধু। দীর্ঘকাল ধরে ইরিত্রিয়াকে অনেক সাহায্য দিয়ে আসছে। ইরিত্রিয়ার জনগণ এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি বলেন, ইরিত্রিয়া একচীন নীতি অনুসরণ এবং চীনের পুনরেকীকরণ প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।
ইসায়াস চীন আফ্রিকার সঙ্গে সহযোগিতা জোরদার এবং আফ্রিকার উন্নয়নকে সমর্থন করার প্রশংসা করেছেন। তিনি বলেন, ২০০৬ সালের নভেম্বর মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত চীন-আফ্রিকান সহযোগিতা ফোরামে আফ্রিকান দেশগুলোর প্রতি চীন সরকারের নেয়া গুরুত্বপূর্ণ ব্যবস্থা আফ্রিকান দেশগুলোকে অনুপ্রাণিত করেছে।
|