 চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৬ জানুয়ারী বলেছেন , ৫ জানুয়ারী নাইজেরিয়ার রিভার্স রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা ৫ জন চীনা প্রকৌশলীকে অপহরণ করেছে । চীন সরকার এ ঘটনার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পররাষ্ট্রমন্ত্রণালয় ও নাইজেরিয়াস্থ চীনা দূতাবাসের প্রতি অপহৃত চীনা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদেরকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন ।
বর্তমানে চীনা প্রকৌশলীকে মুক্ত করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ নাইজেরিয়ার সঙ্গে যোগাযোগ করছে । নাইজেরিয়ার সংশ্লিষ্ট বিভাগ এ ঘটনার তদন্ত করছে । এখনো কোনো সশস্ত্র সংস্থা এ ঘটনার দায়িত্ব স্বীকার করে নি ।
|