২০১০ সাল নাগাদ চীন দিনে ৮ থেকে ১০ লাখ টন লোনা পানিকে মিঠা পানিতে পরিবর্তন করতে সক্ষম হবে । সামুদ্রিক পানির ব্যবহার উপকূলীয় অঞ্চলে ১৬ থেকে ২৪ শতাংশ পানি সমস্যার সমাধান করেছে । চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি জাতীয় কমিশন প্রকাশিত " সামুদ্রিক পানি ব্যবহার সম্পর্কিত বিশেষ পরিকল্পনায়" এ লক্ষ্য উত্থাপিত হয়েছে ।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান চিয়াং উইসিন বলেছেন , চীন পানি সম্পদেরঅভাবীএক দেশ । বিশেষ করে উপকূলীয় অঞ্চলে পানির অভাব অত্যন্ত গুরুতর । সামুদ্রিক পানিকে মিঠা পানিতে পরিণত করা উপকুলীয় অঞ্চলে পানির সমস্যার সমাধান করা এবং আর্থ-সামাজিক সমৃদ্ধি ত্বরান্বিত করার এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা ।
জানা গেছে , লোনাপানিকে মিঠা পানিতে পরিণত করার ক্ষেত্রে চীন বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে । সামুদ্রিক পানিকে মিঠা পানিতে পরিণত করার খরচ আন্তর্জাতিক মানের কাছাকাছি হয়েছে ।
|