চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস গ্রুপ কোম্পানির প্রধান জেনারেল চিয়াং চিয়েমিন সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , চীন ও রাশিয়া দুদেশের মধ্যে প্রাকৃতিক গ্যাসের পাইপ বসানোর কাজ জোরদার করছে ।
তিনি বলেছেন , গত বছর চীন ও রাশিয়া প্রাকৃতিক গ্যাস সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তি অনুযায়ী পরবতী প্রতি বছরে চীন রাশিয়া থেকে ৬৮ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করবে । এ জন্যে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিটিড কোম্পানি চীন-অভিমুখী দুটো গ্যাস পাইপ লাইন বসানোর পরিকল্পনা নিয়েছে । চীনের তেল কোম্পানি ও রাশিয়ার প্রাকৃতিক গ্যাস লিমিটিড কোম্পানি প্রাসঙ্গিককৌশলগত সহযোগিতা কমিটি প্রতিষ্ঠা করেছে । এখন প্রাকৃতিক গ্যাস সরবরাহে পাইপ বসানোর কাজ জোরদার হচ্ছে । দুপক্ষের প্রচেষ্টার মাধ্যমে এ ক্ষেত্রে ভাল ফল পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে ।
|