চীনের জলসেচ মন্ত্রী ওয়াং শুছেং ৬ জানুয়ারী বলেছেন, ২০০৬ সালে চীন সরকার ৬ বিলিয়ন ইউয়ান রেনমিনবি ব্যয়ে প্রায় ৩০ মিলিয়ন কৃষকের পানিপান সমস্যার সমাধান করেছে।
হেপেই প্রদেশের ছিন হুয়াংতাও শহরে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, কৃষকদের নিরাপদ পানি করানোর জন্য, ভবিষ্যতে জলসেচ মন্ত্রণালয় বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করবে।
পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রায় ৩০ কোটি কৃষকের নিরাপদ পানি পান করতে পারে না। এই সংখ্যা গ্রামীণ লোকসংখ্যার ৩০ শতাংশ। গত বছর চীন সরকার স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, ১০ বছরে কৃষকদের পানিপা সমস্যার সমাধান করা হবে।
|