চীনের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সিয়াও ইয়াং শুক্রবার পূর্ব চীনের শান তুং প্রদেশের রাজধানী চি নানে বলেছেন , বিভিন্ন স্তরের আদালতকে দরিদ্র লোকজনের আইনগত চাহিদার ওপর বিশেষ মনোযোগ দিতে হবে , কৃষি শ্রমিক , বেকার , সন্তানহীন বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের বেলায় মামলার ফি দেরিতে দেয়া , কম করে দেয়া ও মওকুফ করার মত আইনগত সাহায্য দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যত দূর সম্ভব বহু দিক থেকে তাদের কাছে আইনগত সহায়তা প্রদান করতে হবে ।
প্রধান বিচারপতি সিয়াও ইয়ান বিভিন্ন স্তরের আদালতের প্রতি ব্যাপক পর্যায়ে মক্কেলদের কাছে বিনা পয়সায় মামলার দিক-নির্দেশনা প্রদান করা এবং সার্বিকভাবে মক্কেলদের মামলার অধিকার ও দায়িত্ব অবহিত করার অনুরোধ করেছেন ।
|