সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং ৫ জানুয়ারী শাদের রাজধানী এন'জামেনায় চীনা দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেছেন। শাদের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আল্লাম-মি প্রমুখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
২০০৬ সালের ৬ আগস্ট, পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং ও আল্লাম-মি আলাদা আলাদাভাবে নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করে পেইচিংয়ে কূটনৈতিক সম্পর্ক পূণরায় চালু হওয়া সংক্রান্ত যুক্ত ইস্তাহারে স্বাক্ষর করেন এবং সে দিন থেকে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক পূণরায় শুরু হওয়ার সিদ্ধান্ত নেন।
৪ জানুয়ারী, শাদের প্রেসিডেন্ট ইড্রিস দেবি ইটনোর সঙ্গে প্রেসিডেন্ট ভবনে লি চাওশিং সাক্ষাত্ করেছেন। প্রেসিডেন্ট দেবি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পূণরায় চালু হওয়ার লি চাওশিং-এর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কূটনৈতিক সম্পর্ক পূণরায় চালু হওয়ার পর, দু'দেশের সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা শুরু হয়েছে। চীন মিলিত প্রচেষ্টায় শাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পূণরায় চালু হওয়ার ফলাফল দু'দেশের জনগণকে দিতে ইচ্ছুক। প্রেসিডেন্ট দেবি বলেছেন, শাদ-চীন সম্পর্ক পূণরায় চালু হওয়া দু'দেশের জনগণের নিখাদ স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।
|