ইরাকে মার্কিন সামরিক অভিযন সম্পর্কেশিরাকের অভিযোগ
cri
ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাকশিরাক ৫ জানুয়ারী অভিযোগ করে বলেছেন, ইরাকের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ সম্প্রসারনেরঅবকাশ যুগিয়েছে। ফ্রান্সে অবস্থানরত কূটনীতিবিদদের কাছে উদ্দেশ্যে দেয়া নববর্ষের অভিনন্দন বক্তৃতায় তিনি বলেছেন, ২০০৩ সালে ফ্রান্স ইরাক যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগের বিরোধীতা করছিল। তিনি বলেছেন, বতর্মানে সর্বচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ইরাকের সমস্ত স্বার্বভৌমত্ব ইরাকী নাগরীকদের হাতে ফেরত দেয়া।
|
|