|
|
(GMT+08:00)
2007-01-05 19:53:31
|
;হু চিন থাও ও ইরানের প্রেসিডেন্টের বিশেষ দূতের মধ্যে মত বিনিময়(ছবি)
cri
৫ জানুয়ারী পেইচিংএ সফররত ইরানের প্রেসিডেন্টের বিশেষ দূত, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব আলি লারিজানির চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'জনের মধ্যে দু'দেশের সম্পর্ক এবং ইরান সমস্যা নিয়ে মত বিনিময় হয়েছে। হু চিন থাও বলেছেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল সম্পর্ক উন্নয়ন করা চীন সরকারের অবিচল নীতি। দু 'দেশের জনগণের কল্যাণ এবং বিশ্বের স্থায়ী শান্তির জন্যে চীন ইরানের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। আলি লারিজানি হু চিন থাওকে পরমাণু সমস্যায় ইরানের মনোভাব সম্পর্কে অবহিত করেছেন। হু চিন থাও বলেছেন, চীন সব সময় মনে করে যে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সমাধান করা উচিত। তিনি আরও বলেছেন, এ ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ অব্যাহত থাকতে হবে।
|
|
|