v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-05 19:36:16    
গ্রামের ভালো কর্তা উ শেং ইউ

cri

    চীনের হু পেই প্রদেশের রাজধানী উ হানের হুং শান এলাকার থিয়ে চি গ্রাম একটি সুপরিচিত দরিদ্র ও সমস্যা-জর্জরিত গ্রাম ছিল । এখন এ গ্রাম একটানা কয়েক বছর ধরে উ হান শহরের দশটি শক্তিশালী গ্রামের মধ্যে অন্যতমে পরিণত হয়েছে । থিয়ে চি গ্রামের সমষ্টিগত আয় বছরের পর বছর বেড়ে চলেছে এবং গ্রামবাসীদের জীবনযাত্রাও পর্যায়ক্রমে উন্নত হয়েছে । গ্রামবাসী মি চিন ও বলেছেন , গত কয়েক বছরে থিয়ে চি গ্রামে বিরাট পরিবর্তন ঘটেছে । কেন না আমরা একজন ভালো কর্তা নির্বাচন করেছি ।

তিনি যে ভালো কর্তার কথা বলেছেন , তিনি হলেন একটানা দুবার নির্বাচিত গ্রামীন কমিটির পরিচালক উ শেং ইউ ।

    উ শেং ইউয়ের বয়স ৪৮ বছর । শিশুকালে তিনি পোলিও রোগে আক্রান্ত হয়ে পংঙ্গু হয়ে যান । তখন তার পারিবারিক অবস্থা ছিল খুবই খারাপ । তাই নিম্ন-মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি চাকরী করতে শুরু করেন । তিনি জুতো মেরামতের কাজ করেছেন , রেস্তোঁরা খুলেছেন এবং ইস্পাতের ব্যবসা করেছেন । ব্যবসা করতে করতে গত শতাব্দির নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তার ব্যক্তিগত পুঁজি এক কোটি ইউয়ানে দাঁড়িয়েছিল । আর্থিকভাবে স্বচ্ছ হওয়ার পর উ শেং ইউ পর পর দশ লাখেরেও বেশি ইউয়ান ব্যয় করে থিয়ে চি গ্রামে স্কুল ও বার্ধক্য-সদন খুলেছেন ।

    যখন তার ব্যবসা ভালভাবে বিকাশ লাভ করেছে , তখন থিয়ে চি গ্রামের লোকজন তাকে দেশের বাড়িতে ফিরে আসার আহবান জানান । সেসময় থিয়ে চি গ্রাম উ হান শহরের হুং শান এলাকার পরিচিত দরিদ্র ও সমস্যা-জজরিত গ্রাম ছিল । তখন সমগ্র গ্রামে ভালো ধরণের একটি শিল্পপ্রতিষ্ঠান ও একটি পরিষ্কার ও সমান রাস্তাও ছিল না । ১৯৯৯ সালে গ্রামীন কমিটির পরিচালক নির্বাচনের সময় গ্রামবাসীরা স্বতস্ফুর্তভাবে এখান থেকে বড় হয়ে যাওয়ার উ শেং ইউকে পরিচালক হিসেবে নির্বাচন করেন ।

   

1 2 3