২০০১ সালের পর থেকে চীনের নারী ফেডারেশন ও চীনের নারী উন্নয়ন তহবিল চীনের উত্তরাঞ্চলের অন্তর্মঙ্গোলিয়ায় গণ কল্যাণমূলক "ভূগর্ভস্থ কূপ খনন প্রকল্প" কার্যকরভাবে চালিয়ে আসছে। গত বছরের শেষ নাগাদ পর্যন্ত ১ লাখ ১০ হাজার কৃষক ও পশুপালক এর সুফল ভোগ করেছেন।
খবরে জানা গেছে, অন্তর্মঙ্গোলিয়া অনাবৃষ্টি অঞ্চলে অবস্থিত। গণ কল্যাণমূলক "ভূগর্ভস্থ কূপ খনন প্রকল্প" অন্তর্মঙ্গোলিয়ায় কাজ শুরু করার ছয় বছরের মধ্যে মোট ৩ কোটি ৬০ লাখেরও বেশী ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করেছে। এ পর্যন্ত ৪ হাজারটিরও বেশী ভূগর্ভস্থ কূপ স্থাপন করা হয়েছে।
২০০০ সালে চীনে "ভূগর্ভস্থ কূপ খনন প্রকল্প" কার্যক্রম শুরুর পর থেকে চাঁদা সংগ্রহের মাধ্যমে উত্তর-পশ্চিমাঞ্চলের পানির অভাব জনিত এলাকায় ভূগর্ভস্থকূপ স্থাপনের কাজও চলছে। এর ফলে দরিদ্র নারী এবং তাদের পরিবারের জন্যে পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে দশ লাখেরও বেশী লোক এর সুফল ভোগ করছে।
|