
৪ জানুয়ারী বিকেলে জর্ডন নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের রামাল্লাহ শহরের কেন্দ্র স্থলে ইস্রাইলী সৈন্য এবং ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত এবং ত্রিশ জনেরও বেশী লোক আহত হয়েছেন।



খবরে জানা গেছে, ইস্রাইলী বাহিনীর এবারের অভিযানের উদ্দেশ্য হচ্ছে ইস্রাইলের ওপর সন্ত্রাসী হামলায় সন্দেহজনক অংশগ্রহণকারী ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিদেরকে গ্রেফতার করা। দু'পক্ষের তুমুল সংঘর্ষ প্রায় এক ঘন্টা স্থায়ী হয়। ইস্রাইলী বাহিনী রামাল্লাহ শহরের কেন্দ্রস্থল একটি ভবনে প্রবেশ করে চার জন ফিলিস্তিনীকে আটক করে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এদিন ইস্রাইলী বাহিনীর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই অভিযান থেকে প্রমাণিত হয়েছে যে, শান্তি ও নিরাপত্তার প্রতি ইস্রাইলের আহ্বান হচ্ছে মিথা কথা। আব্বাস এক লিখিত বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইস্রাইলের কার্যকলাপ সীমিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, ইস্রাইলী বাহিনীর ধারাবাহিক হামলা ফিলিস্তিন ও ইস্রাইলের শান্তি বাস্তবায়নের সকল প্রচেষ্টাকে ব্যহত করবে।
|