৪ জানুয়ারী আমেরিকান ব্রডকাস্টিং করপোরেশনের এক রিপোর্ট থেকে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট বুশ আগামী সপ্তাহে ইরাকে তার নতুন নীতি প্রকাশের আগে ইরাকে মার্কিন বাহিনীর নতুন সর্বোচ্চ সেনাপতি নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তারবরাত দিয়ে বলা হয়েছে যে, বুশ স্থল বাহিনীর যৌথ অস্ত্রশস্ত্র কেন্দ্রের সেনাপতি ডেভিড পিট্রাউসকে ইরাকে সর্বোচ্চ সেনাপতি পদে নিযুক্ত করবেন। তিনি জর্জ ক্যাসের স্থলাভিষিক্ত হবেন। পাশা পাশি বুশ মার্কিন প্যাসিফিক কর্তৃত্বের সেনাপতি, নৌবাহিনীর জেনারেল ভিলিয়াম ফাল্লোনকে মধ্যপ্রাচ্য এলাকায় মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কর্তৃপক্ষের সেনাপতি পদে নিযুক্ত করবেন। তিনি জন পি. আবিজায়ডীর স্থলাভিষিক্ত হবেন।
খবরে আরো বলা হয়েছে, ইরাকে আরো ৯ হাজার অথবা ৪০ হাজার মার্কিন সৈন্য পাঠানোর ব্যাপারে বুশের পরিকল্পনার ওপর জন পি.আবিজায়ডী এবং জর্জ ক্যাসে দ্বিমত পোষণ করেন।
|