মার্কিন হাওয়াট হাউসের মুখপাত্র টনী স্নো ৪ ডিসেম্বর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জজ ডাব্লিউ বুশ এবং ইরাকের প্রধানমন্ত্রী নৌরি আল-মালিকীর মধ্যে এক টেলিভিশন বৈঠকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি এবং ইরাকের ধর্মীয় সম্প্রদায়ের সংঘর্ষ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নীতির পরিবর্তনের ওপর মত বিনিময় করেছেন ।
স্নো বলেছেন, বৈঠকে সাদ্দামের ফাঁসির জন্য বুশ মালিকীর সমালোচনা করেন নি এবং আগামী সপ্তাহে ইরাকে চালু করা মার্কিন নতুন নীতির বিষয়েও কিছু বলেন নি । দু'নেতাই ইরাকের স্থিতিশীলতা বাস্তাবায়নের জন্য যথেষ্ঠ সৈন্যের প্রয়োজনীয়তার ব্যাপার নিয়ে আলোচনা করেছেন ।
তিনি আরো বলেছেন, বুশ এবং মালিকী ইরাকে আরো বেশি মার্কিন সৈন্য পাঠানোর বিষয় নিয়ে মত বিনিময় করেছেন , কিন্তু এ সম্পর্কে বিস্তারিত আর কোন কিছুই তিনি বলেন নি ।
|