৯ ডিসেম্বর হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক দুর্নীতিদমন দিবস । ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘে "জাতিসংঘ দুর্নীতিদমন চুক্তি" গৃহীত হয়েছে । এটা হচ্ছে জাতিসংঘের ইতিহাসে গৃহীত প্রথম আন্তর্জাতিক দুর্নীতিদম সংক্রান্ত আইন । ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ মেক্সিকোর মেরিদায় অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিদমন সম্পর্কে উচ্চপর্যায়ের সম্মেলনে বিভিন্ন দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে । এর পরপরই আন্তর্জাতিক দুর্নীতিদমন বেসরকারী সংস্থা--ট্রান্সপ্যারেন্সী ইন্টারন্যাশনালের উদ্যোগে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিদমন দিবস নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই চুক্তি স্বাক্ষর এবং আন্তর্জাতিক সম্প্রদায় দুর্নীতির ওপর গুরুত্ব দেয়ার কথা স্মরণ করিয়ে দেয়া যায়।
দুর্নীতি হচ্ছে এক ধরনের অর্থনৈতিক,রাজনৈতিক ও সামাজিক সমস্যা এবং সমাজের ওপর ব্যাপক নেতিবাচক ভূমিকা রয়েছে । দুর্নীতি আচরণ আইন ও সরকারের বৈধায়ন নষ্ট করার পাশাপাশি সরকারের দুর্নীতির নিয়ন্ত্রণজনিত সামর্থ্যও কমাতে থাকে । দুর্নীতি পুঁজি বিনিয়োগের পরিমাণকে কমিয়ে দেয় এবং সন্ত্রাসবাদের উন্নয়নে সহায়তা করে ।
বর্তমানে দুর্নীতি সমস্যা হচ্ছে বিশ্বব্যাপী সমস্যা এবং যা বিভিন্ন দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে । বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ প্রত্যেক বছর দুর্নীতিতে এক ট্রিলিয়নেরও বেশি মার্কিন ডলার খরচ করে ।
দুর্নীতি উন্নয়নমুখীদেশগুলোর জন্য বিরাট ক্ষতিকর ভুমিকা পালন করে এবং দারিদ্র বিমোচন ও অর্থনীতির উন্নয়নকে বাধাগ্রস্ত করে । দরিদ্র দেশ ও অঞ্চলে চালানো অনেক সাহায্যকারী পরিকল্পনা স্থানীয় সরকারের দুর্নীতির জন্য চালু হয় নি । ট্রান্সপ্যারেন্সী ইন্টারন্যাশনাল সংস্থার গত বছরের শেষে প্রকাশিত একটি রিপোর্টে জানা গেছে, বিশ্বের অধিকাংশ দেশের দুর্নীতি অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । সবচেয়ে দরিদ্র দেশ হল দুর্নীতি আচরণের সরাসরি বলি ।
দুর্নীতি সমস্যা আরো গুরুতর রূপ লাভ করার পাশাপাশি দুর্নীতিদমনের কাজ অবিলম্বে চালানো হবে । দুর্নীতির ওপর আঘাত হানার জন্য সরকারের স্থির রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার সঙ্গে সঙ্গে কার্যকরভাবে নির্বাহী ব্যবস্থা নেয়া উচিত, যাতে দুর্নীতির উত্স্য উচ্ছেদ করা যায় । তাছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যেও আদান-প্রদান এবং সহযোগিতাও দরকার ।
বর্তমান বিশ্বের ৮০টি দেশ "জাতিসংঘের দুর্নীতিদমন চুক্তিতে" স্বাক্ষর করেছে । ২০০৫ সালের ২৭ অক্টোবর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সাধারণ কমিশন এ চুক্তিতে স্বাক্ষর করেছে । ২০০৫ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের দুর্নীতিদমন চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ।
|