v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-05 10:04:24    
আফ্রিকার বড় তেল উত্পাদনকারী দেশ-- নাইজেরিয়া

cri

    নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার একটি প্রাচীন দেশ। দেশটির রয়েছে এক হাজারেরও বেশী বছরের সূদীর্ঘ ইতিহাস এবং উজ্জ্বল জাতীয় সভ্যতা । নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। পূর্ব দিকের প্রতিবেশী দেশ হচ্ছে ক্যামেরুন, উত্তর-পূর্ব দিকে চাদের সঙ্গে চাদ হ্রদের দু'পারে মুখোমুখি । পশ্চিম দিকে প্রতিবেশী দেশ হচ্ছে বেনিন, উত্তর দিকে নাইজারের সঙ্গে সংলগ্ন, দক্ষিণ দিকে আটলান্টিক মহাসাগরের গিনি উপসাগর। নাইজেরিয়ার আয়তন ৯ লক্ষ ২৪ হাজার বর্গকিলোমিটার, জনসংখ্যা ১৩ কোটি ৭০ লক্ষ , আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ।

    ১০০ বছর নাইজেরিয়া ব্রিটেনের উপনিবেশ ছিলো। অর্থনীতি এখোনো অপেক্ষাকৃত পশ্চাত্পদ এবং জনসাধারণের জীবন যাত্রা দারিদ্র আয়ভরা। নাইজেরিয়ার জনগণ দীর্ঘকাল সাহসী সংগ্রাম করার পর অবশেষে ১৯৬০ সালের ১ অক্টোবর স্বাধীনতা লাভ করেন। তখন থেকে নাইজেরিয়া নিজের রাষ্ট্রীয় অবস্থা অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন সাধনের চেষ্টা করে আসছে, যাতে কষ্টার্জিত রাজনৈতিক স্বাধীনতাকে সুসংবদ্ধ করা যায়।

    নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার প্রথম এবং বিশ্বের দশম তেল উত্পাদনকারী দেশ। দেশটি তেল রপ্তানিকারী দেশগুলো নিয়ে গঠিত সংস্থার ( এপেক) সদস্যদেশসমূহের অন্যতম। নাইজেরিয়ার আবিষ্কৃত তেলের মজুদের পরিমাণ হচ্ছে ৩৫.২ বিলিয়ন ব্যারেল। অশোধিত তেলের দৈনিক উত্পাদনের পরিমাণ মোট ২৫ লাখ ব্যারেল। নাইজেরিয়া স্বাধীনতার শুরুর দিকে একটি কৃষিসমৃদ্ধ দেশ ছিলো। ২০ শতাব্দীর ৭০ দশকে তার তেল শিল্প বৃদ্ধি পেয়েছে বলে দেশের জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে । বর্তমানে তেল শিল্প উত্পাদনের পরিমাণ নাইজেরিয়ার জি.ডি.পির ২০ বা ৩০ শতাংশে দাঁড়িয়েছে। নাইজেরিয়ার বৈদেশিক মুদ্রার ৯৫ শতাংশ আর ফেডারেশন সরকারের আর্থিক আয়ের ৮০ শতাংশসহ দেশের তেল শিল্প থেকে সংগৃহীত হয়েছে। গত বছরে নাইজেরিয়ার তেল রপ্তানির বার্ষিক মূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।

    তাছাড়া, নাইজেরিয়ার প্রাকৃতিক গ্যাস এবং কয়লাসহ সম্পদও প্রচুর। নাইজেরিয়ার আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ ৫ ট্রিলিয়ন যা বিশ্বে সর্বাঠিক। নাইজেরিয়ার কয়লার পরিমাণ মোট ২.৭৫ বিলিয়ন টন। দেশটি হচ্ছে পশ্চিম আফ্রিকার একমাত্র কয়লা উত্পাদন দেশ। 

    ১৯৭১ সালে নাইজেরিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নয়ন করা হয়েছে। দু'পক্ষ আর্থ-বাণিজ্য, তেল ও প্রাকৃতিক গ্যাসের উন্নয়ন, অবকাঠামো ব্যবস্থার স্থাপন, কৃষিশিল্প এবং উন্নত বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দ্রুতভাবে উন্নয়ন করেছে। ২০০৫ সালে চীন ও নাইজেরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ মোট ২.৮৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। তা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২৯.৬ শতাংশ বেড়েছে। নাইজেরিয়া হচ্ছে আফ্রিকায় চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পুঁজিবিনিয়োগকৃত অংশীদারি দেশ।