চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মাদাম মাগরেট ছান ৪ ডিসেম্বর জেনেভায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের পদে নিযুক্ত হয়েছেন। তিনি ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার পর দ্বিতীয় নারী মহাপরিচালক এবং জাতিসংঘের বিশেষ সংস্থার প্রথম চীনা মহাপরিচালক।
মাগরেট ছান ২০০৬ সালের ৯ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ অধিবেশনে মহাপরিচালক নির্বাচিত হন। তিনি বলেছেন, তাঁর কার্যমেয়াদে তিনি প্রধানত আফ্রিকার জনগণের স্বাস্থ্যের অবস্থা উন্নয়ন ও সারা বিশ্বের নারীদের স্বাস্থ্য সমস্যায় সমাধান করবেন। তিনি বলেছেন, সম্প্রীতিময় বিশ্বের প্রতিষ্ঠা স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত।
৫৯ বছর বয়সী মাগরেট ছান ছিলেন হংকংয়ের প্রথম নারী স্বাস্থ্য পরিচালক। ২০০৩ সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ শুরু করেন। তিনি ইতোপূর্বে সংক্রামক রোগ প্রতিরোধক বিষয়ক দায়িত্ব পালন করেছিলেন।
|