ইরাকের প্রধান মন্ত্রী ভবনের একজন কর্মকর্তা ৩ জানুয়ারী সাংবাদিকদের বলেছেন, ইরাক ৪ জানয়ারী সাদ্দাম হোসেনের দু'জন অনুচরকে ফাঁসি দেবে। এ দু'জন অনুচর হল, সাদ্দাম হোসেনের সত্ ভাই গোয়েন্দা বিভাগের সাবেক মহা পরিচালক বারজান হাসান আল-তিকরিতি সাবেক বিপ্লবীআদালদের প্রধান বিচারপতি আওয়াদ আহমেদ আল-বানদার।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ' সংশ্লিষ্ট দলিলপত্র ইতোমধ্যেইস্বাক্ষরিত হয়েছে , বৃহষ্পতিবার তাদেরকে ফাঁসি দেওয়া হবে'। কিন্তু ফাঁসি সময় ও স্থানএখন পযর্ন্ত নির্ধারিত হয়নি।
২০০৬ সালের ৫ নভেম্বর ইরাকের উচ্চ আদালত সাদ্দাম হোসেন দুজাইল গ্রামে মানব-বিরোধী অপরাধ করেছে বলে ফাঁসির আদেশ দেয়। সাদ্দাম হোসেনের অনুচর হিসেবে তাদের দু'জনকেও ফাঁসি দেওয়া হবে।
.
|