৩ জানুয়ারী ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন , ইরান শীগ্গীরই শিল্পে ব্যবহার্য পরমাণু জ্বালানীর উত্পাদন শুরু করবে । ইরান কোনোমতেই নিজের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না । দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশের গাভান্দ শহরে অনুষ্ঠিত এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ইরান ইতোমধ্যে পরিপূর্ণ পরমাণু জ্বালানীর আবর্তন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং অচিরেই শিল্পে ব্যবহার্য পরমাণু জ্বালানী উত্পাদন শুরু করবে । প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আরো বলেছেন , হুমকি প্রদর্শন, চাপ সৃষ্টি, প্রস্তাব গ্রহণ ও শাস্তি দেয়ার প্রতি ইরানী জনগণ নতি স্বীকার করবেন না ।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তার ভাষণে শিল্পে ব্যবহার্য পরমাণু জ্বালানী উত্পাদন শুরুর তারিখ ও উত্পাদনের আকারের কথা উল্লেখ করেন নি ।
|