কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাফায়েল তুজু ৩ জানুয়ারী ঘোষণা করেছেন যে, কেনিয়া সোমালিয়ার সঙ্গে তার সীমান্ত এলাকা বন্ধ করে দিয়েছে । যাতে সোমালিয়ার শরণার্থীরা কেনিয়ায় প্রবেশ করতে না পারে ।
একইদিন তিনি নাইরোবীতে বলেছেন, কেনিয়া সোমালিয়ার অন্তর্বর্তকালীন সরকার এবং ইথিওপিয়ার সরকারকে সোমালিয়ায় শরণার্থী ক্যাম্প প্রতিষ্ঠা করার অনুরোধ জানিয়েছে, যাতে সোমালিয়ার শরণার্থীদের সাহায্য দেয়া যায় । একইদিন সকালে কেনিয়া ৪২০জনেরও বেশি সোমালিয়া শরণার্থীকে ফেরত দিয়েছে ।
অন্য আরেক খবর থেকে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সীন ম্যাক কর্ম্যাক বলেছেন, জিবুতিতে মোতায়েন মার্কিন নৌ বাহিনী সোমালিয়া ও কেনিয়ার সরকারকে সাহায্য করে সোমালিয়ার উপকূলীয় অঞ্চলে ধর্মীয় সম্প্রদায়--ইসলামিক কোর্টসের নেতা এবং ১৯৯৮ সালে কেনিয়া আর তানজানিয়ার মার্কিন দূতাবাসের বিস্ফোরণের সন্দেহজনক আল কায়েদার সদস্যদের খুঁজছে ।
|