২০০৬ সালের শেষ নাগাদ চীনে হাইওয়ে'র মোট দৈর্ঘ্য ৪৫.৪ হাজার কিলোমিটারে দাঁড়িয়েছে ।
আমাদের সংবাদদাতা চীনের যোগাযোগমন্ত্রণালয় থেকে এ খবর পেয়েছেন ।
যোগাযোগমন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, ২০০৭ সালে চীন ৫ হাজার কিলোমিটারেরও বেশি হাইওয়ে নির্মাণ করবে । সর্বপ্রথম পথ পরিবহন উন্নত করা এবং বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের সহায়তায় চীনের বিভিন্ন শহরকে সংযুক্ত করা হাইওয়ে'র নির্মান কাজ ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে। তখন হাইওয়ে'র মোট দৈর্ঘ্য হবে ৮৫ হাজার কিলোমিটার ।
চীনের রাষ্ট্রীয় পরিষদ ২০০৪ সালে এই "জাতীয় হাইওয়ে ওয়েব পরিকল্পনা"গ্রহণ করে । এ পরিকল্পনা অনুযায়ী যেসব শহরের অধিবাসীদের সংখ্যা ২ লাখের বেশি হবে, জাতীয় হাইওয়ে সেইসব শহরের সঙ্গে সংযুক্ত করা হবে ।
|