পিপলস ডেইলির এক খবরে জানা গেছে, আগামী কয়েক বছর চীন ধারাবাহিক ব্যবস্থা নিয়ে মাঝারি ও ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে সহায়তা দেবে ।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-পরিচালক ম্যাডাম ও সিনছিয়ান এ কথা বলেছেন । তিনি বলেছেন, আগামী কয়েক বছর চীন সরকার মাঝারি ও ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতির পরিবর্তনে সাহায্য করবে এবং বাণিজ্যের পরিবর্তন ও উন্নয়নকে দ্রুত করবে । এর পাশাপাশি সরকার শুল্ক কমানো এবং অর্থমন্ত্রণালয়ের দেয়া বৈদেশিক বাণিজ্য তহবিলের মাধ্যমে মাঝারি ও ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নেয়ার ক্ষেত্রে উত্সাহ দেবে ।
বর্তমান চীনের মাঝারি ও ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা চীনের শিল্পপ্রতিষ্ঠানের মোট সংখ্যার ৯০ শতাংশেরও বেশি । কিন্তু পুঁজি ও তথ্যের অভাবের কারণে চীনের মাঝারি ও ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষমতী কম ।
|