পান শিই হলেন সোহো চায়না লিমিডেট কোম্পানির মহা-পরিচালক । উত্তরপশ্চিম চীনের কাংসু প্রদেশ তাঁর জন্মস্থান । বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে তিনি চীনের জাতীয় তেলমন্ত্রণালয়ে কাজ করেছিলেন ।১৯৮৭ সাল থেকে তিনি চীনের শেনচেন ও হাইনান শহরে নিজের গৃহায়ন শিল্পকে উন্নত করেন । ১৯৯২ সালে তিনি অন্য ব্যবসায়ীদের সঙ্গে পেইচিং ওয়ানথোং লিমিডেট কোম্পানি প্রতিষ্ঠা করে পেইচিংয়ের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক গৃহায়ন প্রকল্প উন্নত করেছিলেন ।
১৯৯৫ সালে তিনি তাঁর স্ত্রী চাং সিনের সঙ্গে সোহো চায়না লিমিডেট কোম্পানি প্রতিষ্ঠা করেন । কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁরা ১০টি ৩০ তলা অ্যাপার্টমেট --সোহো আধুনিক সিটি নির্মাণ করেছেন । এর মধ্যে ২২০০টি ফ্ল্যাট ও দোকান রয়েছে । এই নির্মাণ কাজ ২০০০ সালে সম্পন্ন হয় । বোও নীল কোস্টলাইন নামক সমৃদ্ধ টাওনহাউস ২০০২ সালে ১১৫টি অ্যাপাটমেন্ট নির্মাণ কাজ সম্পন্ন করেছে । পেইচিংয়ের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত বৃহত্তম গৃহায়ন প্রকল্পের অন্যতম --চিয়ানওয়াই সোহো পেইচিং বাসীদের জন্য একটি ফ্যাশনাবল আধুনিক আবাসিক এলাকা নির্মাণ করেছে । মহা প্রাচীরের কাছাকাছি ১২ জন এশিয়ার বিখ্যাত স্থাপত্য ডিজাইনারের ডিজাইন করা একটি ব্যক্তিগত স্থাপত্য জাদুঘর ২০০২ সালে ভেনিসের শ্রেষ্ঠ স্থাপত্য পুরস্কার লাভ করেছে ।
চীনের গৃহায়ন শিল্পে বান শিই একজন বিশেষ ব্যক্তি । তিনি অন্য শিল্পীদের মত ব্যবসা চালু করেন নি, নিজের বিশ্লেষণ অনুযায়ী গৃহায়নে চমত্কার সাফল্য অর্জন করেছিলেন । তাঁর প্রত্যেকটি স্থাপত্য শিল্প সমৃদ্ধ বাসভবন শহরের আধুনিক বাসভবনের প্রতীকে পরিণত হয়েছে । এর পাশাপাশি তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী, ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে চমত্কার সাফল্যও অর্জন করেছেন । তাঁর কোম্পানির বাসভবনের বিক্রির মূল্য এবং শুল্কের পরিমাণ বহু বছর ধরে চীনের গৃহায়ন শিল্পের প্রথম স্থানে রয়েছে । এসব ভবনের মধ্যে চিয়ানওয়াই সোহো নামক বাসভবনের বিক্রির মূল্য ৯ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । ২০০৩ সালে তাঁর কোম্পানি চীনের শুল্ক ব্যুরোকে ১৭.৭৮ কোটি ইউয়ান দিয়েছে । ২০০৫ সালে কোম্পানির শুল্কের পরিমাণ ৩০.৩ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে ।
২০০২ সাল থেকে বান শিই দেশ বিদেশের সংবাদমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে । মার্কিন টাইমস ম্যাগাজিন, সি.এন.এন টেলিভিশন এবং চীনের কেন্দ্রীয় টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর স্বাক্ষাত্কার নিয়েছে । ২০০২সালের নভেম্বর মাসে প্রকাশিত টাইমস ম্যাগাজিনে বলা হয়েছে : " গৃহায়ন শিল্পপতি বান শিই চীনের ঐতিহ্যিক ফ্ল্যাট ও ভবনের জন্য প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছেন । তাঁর বাসভবনের ধারণা আন্তর্জাতিকায়ন হয়েছে ।
পুরস্কার ও সুনাম অর্জন করার পর বান শিই আগের মতো চীনের গৃহায়ন শিল্পের উন্নয়নে তাঁর বুদ্ধি ও আন্তরিকতার অবদান রেখেছেন ।
|