২ জানুয়ারী নব নিযুক্ত জাতি সংঘ মহা সচিব বান কি মন তাঁর দায়িত গ্রহণের প্রথম দিন একটি বক্তৃতায় বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বতর্মান নানা ধরনের জটিল আন্তর্জাতিক সমসদ্য ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে মিলিতভাবে প্রচেষ্ট চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, বিশ্ব সম্প্রদার নানা অসুবিধা ও চ্যালেঞ্জার সম্মুখীন হওয়ার মুহূর্তেতিনি জাতি সংঘ মহা সচিব নিযুক্ত হয়েছেন । এ সব অসুবিধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিশ্ব সম্প্রদায়ের সামষ্টিক বুদ্ধি ও উদ্যোগ দরকার।
কোরীয় উপ-দ্বীপ সমস্যা প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি ছ'পক্ষীয় বৈঠক সুষ্ঠভাবে চালানোর ব্যাপারে আত্মনিয়োগ করবেন এবং ছ'পক্ষ ও জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখবেন।
তিনি আরও বলেছেন, তিনি জাতি সংঘের সংস্কার চালানোর পক্ষপাতী। জাতি সংঘের সদস্য দেশগুলোর মধ্যকার মতভেদ দূর করা এবং জাতি সংঘের প্রতি জনসাধারণের আস্থা পুণরুদ্ধার করার জন্য তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন।
|