 ২ জানুয়ারী ইস্রাইলী সেনা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ডান হালুটস এই প্রথমবার প্রকাশ্যেগত বছরের গ্রীষ্মকালে ইস্রাইল- লেবানন সংঘর্ষে ইস্রাইলের পরাজয় স্বীকার করে নিয়েছেন । তিনি বলেছেন , লেবাননের হেজবুল্লাহ দলের সঙ্গে সংঘর্ষে ইস্রাইলী বাহিনী কোনো নির্ধারিত লক্ষ্য হাসিল করতে পারে নি , সংঘর্ষের শেষ পর্যন্ত ইস্রাইলের বিরুদ্ধে হেজবুল্লাহের উত্ক্ষেপণ করা মর্টারের সংখ্যা ইস্রাইল কমাতে পারে নি । তবে ইস্রাইলী বাহিনী হেজবুল্লাহের বিরুদ্ধে মোক্ষম আঘাত হেনেছে এবং ৩৪ দিনে হেজবুল্লাহের কয়েক শ' সশস্ত্র ব্যক্তিকে ক্ষতম করেছে ।
ইস্রাইলের কিছু নাগরিকের উত্থাপিতকরা তার পদত্যাগের দাবী সম্পর্কে হালুটস বলেছেন , তিনি পদত্যাগ করবেন না , তিনি অব্যাহতভাবে সৈন্যবাহিনীতে কাজ করবেন এবং ভুল সংশোধনের প্রচেষ্টা চালাবেন ।
|