ক্রোয়েশিয়ার বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ জোসিপ লুসিক ২ জানুয়ারী বলেছেন, ক্রোয়েশিয়া আফগানিস্তানে আরো ৬৯ জন সৈন্য পাঠাবে। তারা ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সাহয্য বাহিনীতে যোগ দেবে।
ক্রোয়েশিয়ার বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, লুসিক এদিনে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট স্টিফান মেসিকের বিশেষ দূত হিসেবে ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলের ভারাজদিন শহরের সেনাশিবিরে সৈন্যদের বিদায় সম্বর্ধনা জানিয়েছেন। লুসিক বলেছেন, ক্রোয়েশিয়ার সৈন্যদের সাজ-সরঞ্জাম খুব ভালো, অভিজ্ঞতাও খুব বৈচিত্র্যময়। তারা ভালভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন।
|