 ইরান সরকার ২ জানুয়ারী ঘোষণা করেছে , পশ্চিমা দেশগুলো যদি পরমাণু সমস্যায় অব্যাহতভাবে ইরানের উপর চাপ সৃষ্টি করে , তাহলে পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি থেকে ইরানের সরে যাওয়ার সম্ভাবনা আছে । তেহরানে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসাইন এলহাম এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ইরানের বৈধ অধিকার বঞ্চিত হয়েছে , ইরান এখন বড় চাপের মধ্যে পড়েছে । তাই ইরান এখন পরমানু অস্ত্রের অবিস্তার চুক্তি থেকে সরে যাওয়ার কথা বিবেচনা করছে ।

ইরানের সংসদে গৃহিত আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা নীতি সংশোধন সংক্রান্ত বিল সম্পর্কে মুখপাত্র এলহান বলেছেন , ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান অনুসারে সহযোগিতা নীতি সংশোধনের কথা বিবেচনা করবে ।
|