v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-02 19:42:08    
চীনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা আইনের সংশোধন

cri
    সাইবার ক্যাফে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ এবং বাচ্চাদের লেখাপড়ার বোঝা কমানোসহ বেশ কিছু নতুন সংশোধিত নিয়মবিধি সম্প্রতি চীনের নতুন প্রকাশিত অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে । এই আইনের উদ্দেশ্য চীনের ছেলেমেয়েদের জন্য আরো একটি সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে তোলা এবং বড় হওয়ার পথে তাদের নানা রকম বাধা-বিঘ্ন কাটিয়ে উঠার ক্ষেত্রে সহায়তা করা ।

    ১৯৯২ সাল থেকে চালু হওয়া অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা আইনকে চীনের অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা ক্ষেত্রের ছোট সংবিধান বলে মনে করা হতো । কিন্তু গত দশ বারো বছর ধরে অর্থনীতি ও সমাজের ব্যাপক বিকাশের পাশাপাশি চীন অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার ব্যাপারে বেশ কয়েকটি নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে । সমস্যা সমাধানের জন্য এবারে আইনটির সংশোধন করা হয়েছে । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্বরাষ্ট্র ও আইন বিভাগের ভাইস চেয়ারম্যান চু মিন সান বলেছেন ,

    অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা ; ছেলেমেয়েদের তত্ত্বাবধান ও সুরক্ষার ব্যাপারে বাবা মা ও অভিভাবকদের দায়িত্ব পালন করা ; ক্যাম্পাসে অস্বস্তি সমস্যা ; ভিক্ষাবৃত্তিতে লিপ্তদের তত্ত্বাবধান ও সুরক্ষাহারা অপ্রাপ্তবয়স্কদের ত্রাণ ও সাহায্যের সমস্যা এবং অপ্রাপ্তবয়স্কদের বড় হওয়ার জন্য সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে তোলা আর অপ্রাপ্তবয়স্কদের আইন লংঘন ও অপরাধ সাধন নিবারণ ও কমানোর সমস্যা এবারের আইনের সংশোধনের প্রধান বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হবে ।

    ছেলেমেয়েদের নিরাপত্তার ব্যাপারটি বাবা মা ও অভিভাবকদের একটি সবচেয়ে মনোযোগী বিষয় । আইনের নতুন নিয়মবিধিতে লিপিবদ্ধ করা হয়েছে যে , গণ ব্যবহার্য স্থান ও স্কুলে আকস্মিক ঘটনা ঘটলে ত্রাণ ও সুরক্ষার ব্যাপারে অপ্রাপ্তবয়স্কদের অগ্রাধিকার দেয়া উচিত । এটাও শিশুদের অগ্রাধিকারের দিক থেকে আন্তর্জাতিক রীতি-নীতির পরিচায়ক ।

    ঐতিহ্যিক ধারনার প্রভাবে চীনের সমাজে বাবা মা ও অভিভাবকদের চোখে ছোটদের ব্যাপারে বড়দের পরিচালনা করা দরকার আর বড়দের ব্যাপারে ছোটদের কোন সম্পর্ক নেই বলে মনে করা হয় । এটাও চীনের ছেলেমেয়েদের একটি বিরাট চিন্তার বিষয় । সংশোধিত আইনে প্রথম-বারের মতো অংশ নেয়ার অধিকার , অস্তিত্বের অধিকার ও সুরক্ষাভোগী অধিকারকে অপ্রাপ্তবয়স্কদের আইনসংগত অধিকার হিসেবে লিপিবদ্ধ করা হবে , ঘরোয়া ও সমাজ জীবনে ছেলেমেয়েদের অধিকার নিশ্চিত করা হবে এবং জীবনযাপনের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত প্রকাশের অধিকার দেয়া হবে ।

    লেখাপড়ার অতিরিক্ত বোঝায়ও চীনের ছেলেমেয়েদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে । ছেলেমেয়েরা তীব্র প্রতিদ্বন্দ্বিতায় যাতে জয় লাভ করতে পারে , সেজন্য বহু অভিভাবক ও শিক্ষকরা তাদের উপর লেখাপড়া ছাড়া আর অন্য কোন আমোদ প্রমোদে অংশ নিতে দেন না । ভবিষ্যতে পরিবার ও স্কুলের এই ধরনের জোরপূর্বক আচরণকে আইনের লংঘন বলে মনে করা হবে । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্বরাষ্ট্র ও আইন বিভাগের কর্মকর্তা ইয়্যু চিয়ান ওয়ে বলেছেন ,

    সংশোধিত আইনে ছাত্রছাত্রীদের লেখাপড়ার বোঝা কমানোর ব্যাপারে স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হবে । প্রাথমিকও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিদ্রা , আমোদ প্রমোদ ও শরীর চর্চার সময় নিশ্চিত করার জন্য স্কুল ও অভিভাবকদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে হবে ।

    চীনের বহু শহরে অধিক থেকে অধিকতর অপ্রাপ্তবয়স্ক সাইবার ক্যাফে অতিরিক্ত ব্যবহার করছে । এতে অপরাধ সাধনের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে । সংশোধিত আইনে লিপিবদ্ধ করা হবে যে , ছেলেমেয়েদের নেট আসক্তি রোধ করার জন্য সরকার ব্যবস্থা নেবে এবং সবুজ নেটের পরিবেশ গড়ে তুলবে ।

    অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা সংক্রান্ত সংশোধিত আইন চালু হওয়ায় অপ্রাপ্তবয়স্কদের সুস্বাস্থ্য সুরক্ষা করা , অপ্রাপ্তবয়স্কদের আইনসংগত অধিকার নিশ্চিত করাসহ তাদের সার্বিক উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে ।