লেবাননে মালয়েশিয়ার পাঠানো শান্তিরক্ষী বাহিনীর অগ্রনী দল ২ জানুয়ারী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ত্যাগ করে লেবাননে গিয়েছে। এই বাহিনী লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীতে যোগ দিয়ে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করবে।
এদিন সকালে নৌবাহিনী, স্থল বাহিনী ও বিমান বাহিনীর এক'শ জন নিয়ে গঠিত অগ্রনী দল কুয়ালালামপুর থেকে বিমান যোগে বৈরুতে গিয়েছে। প্রথম কিস্তির শান্তিরক্ষী বাহিনীর বাকী ২৬০ জনের ১৫ জানুয়ারী লেবাননে যাওয়ার কথা।
মালয়েশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী জায়নাল আবিদিন জিন বিমান বন্দরে বলেছেন, শান্তিরক্ষীদের লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তারা ছয় মাস শান্তিরক্ষীর দায়িত্ব পালন করবেন। তারপর দ্বিতীয় কিস্তির শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব গ্রহণ করবেন।
|