সোমালিয়ার অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী আলি মোহামেদ গেদি পয়লা জানুয়ারী আফ্রিকান ইউনিয়নকে সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানিয়েছেন। যাতে স্থিতিশীলতা বাস্তবায়নের জন্যে সোমালিয়াকে সাহায্য করা যায়।
গেদি এদিন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সোমালিয়ার অন্তর্বতী সরকার আফ্রিকান এবং তার সদস্য দেশগুলোর সঙ্গে সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করছে। তিনি বলেছেন, এই কার্যক্রম সোমালিয়ার অন্তর্বতী সরকারের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সোমালিয়ায় স্থিতিশীল শান্তি ও গণতন্ত্র বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্যে খুবই প্রয়োজনীয়।
একইদিন গেদি বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের সশস্ত্র সংস্থার সৈন্যের মধ্যে যারা নিজ উদ্যোগে অস্ত্র সমর্পণ করবে তাদেরকে সাধারণ ক্ষমার অন্তর্ভূক্ত করা হবে।
অন্য আরেক খরবে জানা গেছে, সোমালিয়ার অন্তর্বতী সরকার কেনিয়া সরকারের কাছে কেনিয়ায় প্রবেশ করা সোমালিয়ার সশস্ত্র সংস্থার যে কোন সদস্যাকে গ্রেফতার করা এবং তাদেরকে সোমালিয়ার অন্তর্বতী সরকারের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। কেনিয়া পুলিশ পয়লা জানুয়ারী সোমালিয়ার সশস্ত্র সংস্থা ইসলামিক আদালত ইউনিয়নের ১০জন সদস্যকে গ্রেফতারের কথা ঘোষণা করেছে। তারা শরণার্থীর ভান করে কেনিয়ার প্রবেশ করেছিলো।
|