হংকংয়ে বৃটেনের কন্সাল জেনারেল স্টিফেন ব্র্যাডলি বলেছেন, হংকংয়ের প্রত্যাবর্তনের গত দশ বছরে, বিশেষ করে ২০০৩ সালের পর অর্থনীতির সমৃদ্ধি হচ্ছে, শেয়ার বাজার ভাল এবং কর্মচ্যুতির হার ইতিহাসের সর্বনিম্ম পর্যায়ে রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে, হংকংয়ের প্রত্যাবর্তনের পর সেখানে বিরাট সাফল্য অর্জিত হয়েছে।
ব্র্যাডলি সম্প্রতি সংবাদদাতাদেরকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, হংকংয়ের প্রত্যাবর্তনের আগে অনেক বৃটিশ "চীন-বৃটেন যৌথ বিবৃতিতে" লেখা প্রতিশ্রুতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিলো। তাদের সন্দেহ ছিল যে, হংকংয়ের মৌলিক আইন বাস্তবায়িত হয় কিনা। দশ বছর কেটে গেছে। আমরা দেখেছি যে, হংকংবাসীরা নিজেকে শাসন করছেন নিজেরাই। তাই সেই সব সংশয় এখন আর নেই।
ব্র্যাডলি আরো বলেছেন, হংকংয়ের প্রত্যাবর্তনের পর হংকংয়ে বৃটিশ কোম্পানির পুঁজি বিনিয়োগ ধাপে ধাপে বাড়ছে। বর্তমানে বৃটেনের বাণিজ্যিক মহল এবং বৃটিশ সরকার উপলদ্ধি করছে যে, সকল ক্ষেত্রেই হংকং অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃটিশ ব্যবসারীরা খুব সহজেই হংকংয়ের মাধ্যমে চীনের অভ্যন্তরে বাণিজ্যিক সুযোগ খুঁজে বের করতে পারেন।
|