সম্প্রতিচীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত এক নতুন পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৬ সালের শেষ নাগাদ , চীনের সফ্টওয়ার বিক্রি থেকে ৪৮০ বিলিয়ন ইউয়ান আয় হয়েছে । এ পরিমান গত বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি ।
পরিসংখ্যানটিতে বলা হয়েছে , ডিজিটাল ব্যবস্থা ও ইন্টারনেট ব্যবস্থা দ্রুত জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চীনে বুনিয়াদী সফ্টওয়ার ও ইন্টারনেটের নিরাপত্তা সুনিশ্চিত সফ্টওয়ারের চাহিদা দ্রুত বাড়ছে । সফ্টওয়ার বিক্রি থেকে অপেক্ষাকৃত বেশী মুনাফা হয় ।
জানা গেছে , ২০১০ সালে চীনের সফ্টওয়ার ও তথ্যশিল্প থেকে বছরে এক ট্রিলিয়ন ইউয়ান আয় হবে । এর মধ্যে দেশী সফ্টওয়ার ও পরিসেবা থেকে ৬৫ শতাংশ আয় হবে ।
|