v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-01 19:12:38    
২৫ ডিসেম্বর, ২০০৬--পয়লা জানুয়ারী, ২০০৭

cri
চীন আন্তর্জাতিক বেতার পিপলস পত্রিকার সঙ্গে আন্তর্জাতিক ১০টি খবর --২০০৬ প্রকাশ করেছে

২৮ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতার পিপলস পত্রিকার সঙ্গে আন্তর্জাতিক ১০টি খবর --২০০৬ প্রকাশ করেছে । ঘটনার সময় অনুযায়ী, এ ১০টি খবর হলো:

ইরানের পারমাণবিক সংকট বেশি হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের প্রতি শাস্তি নেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। মানবজাতি আবার মহাশূন্যে জরীপ করেছে, " প্লটো " গ্রহসমূহের মধ্যে সরে গেছে। ফিলিস্তিন ও লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সঙ্গে ইসরাইলের তীব্র সংঘর্ষ হয়েছে, মধ্য-প্রাচ্যের পরিস্থিতি আরো অবনতি হয়েছে। আন্তর্জাতিক তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ হওয়ার পর আবার হ্রাস পেয়েছে। বিভিন্ন দেশের মধ্যে জ্বালানী কূটনীতি তত্পর হয়েছে। বুশ বলেছেন যে, ইরাক যুদ্ধে তাদের বিজয় হয়নি, জেমোক্রেটিক পার্টি রিপাব্লিকান পার্টিকে পরাজিত করে আবার মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে । দোহা রাউন্ড আলোচনা বন্ধ হয়ে গেছে, তবে আঞ্চলিক বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম পেইচিংয়ে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে, চীনের অবস্থা আরও উন্নত হয়েছে। কোরিয় পারমাণবিক সমস্যা সংক্রান্ত বৈঠক পেইচিংয়ে আবার শুরু হয়েছে। বান কিমোন জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হওয়ায় এশিয়ার ক্ষমতা আবার পুনকদ্ধার হয়। সাভেজ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত।

খুনমিং--ঢাকা কার্গো বিমান লাইন চালু

২৭ ডিসেম্বর ভোরে চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক কার্গো বিমান লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

২৭ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও শুক্রবার এই বিমান খুনমিং থেকে ঢাকায় যাবে। প্রতিটি বিমদন ১৮ টন মালামাল বহন করা যাবে।

ইয়ুননান হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় যোগাযোগের জন্য চীনের গুরুত্বপূর্ণ স্থান। খুনমিং বিমানবন্দর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মালামাল পরিবহন করা যাবে। খুনমিং থেকে ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক নিয়মিত কার্গো বিমান চালু হওয়ায় চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন একটি আন্তর্জাতিক পথ খোলা হয়েছে।

ভারতের পুরাকীর্তি প্রদর্শনী পেইচিংয়ে শুরু

২৭ ডিসেম্বর প্রাচীন ভারতের পুরাকীর্তি প্রদর্শনী পেইচিং রাজধানী যাদুঘরে শুরু হয়েছে। এটা হচ্ছে এ পর্যন্ত চীনে বৃহত্তম পর্যায়ে ভারতের পুরাকীর্তি প্রদর্শনী।

এবারের প্রদর্শনীতে অধিকাংশ পুরাকীর্তি হচ্ছে প্রাচীন ভারতের ভাস্কর্য ।

চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরো ও ভারতের পুরাকীর্তি নিদর্শন ব্যুরো এবারের প্রদর্শনী আয়োজন করেছে। এটা হচ্ছে 'চীন-ভারত মৈত্রী বর্ষ২০০৬'-এর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক তত্পরতা এবং ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

ভারতের একটি বিরাট আকারের পুরাকীর্তি প্রদর্শনী পেইচিংয়ে শুরু

এক শো পুরাকীর্তি বিশিষ্ট ভারতের একটি বিরাট আকারের পুরাকীর্তি প্রদর্শনী ২৫ ডিসেম্বর পেইচিংয়ের রাজধানী যাদুঘরে উদ্বোধন হয়েছে । ভারতের প্রত্নবিদ্যা ব্যুরোর উপ-মহাপরিচালক বলেছেন , এ পর্যন্ত এটাই বিদেশে ভারতের প্রাচীন পুরাকীর্তি বিষয়ক বৃহত্তম প্রদর্শনী ।

চীন-ভারত মৈত্রী বর্ষ-২০০৬ কর্মসূচীর অন্যতম প্রধান সাংস্কৃতিক বিষয় হিসেবে এবার ভারতের পুরাকীর্তি প্রদর্শনী চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি ব্যুরো ও ভারতের প্রত্নবিদ্যা ব্যুরোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ।

এবারকার প্রদর্শনীতে প্রদর্শিত ১ শো পুরাকীর্তি ভারতের ১১টি যাদুঘর থেকে বাছাই করা হয়েছে । এর মধ্যে বেশির ভাগ পুরার্কীতি প্রথম বারের মতো চীনে প্রদর্শিত হচ্ছে ।

চলতি বছর চীন ৮৬টি উন্নয়নশীল দেশকে সাহায্য দিয়েছে

পিপলস ডেইলী প্রবাসী পত্রিকার খবরে প্রকাশ, নভেম্বর মাস পর্যন্ত, এ বছর চীন মোট ৮৬টি উন্নয়নশীল দেশকে সাহায্য করেছে, ৫১টি প্রকল্পের ব্যয় বহন করেছে এবং ৫১ কিস্তী সাধারণ সরঞ্জামাদির যোগান দিয়েছে।

জানা গেছে, চলতি বছর চীন ব্যাপকভাবে বিদেশীদের প্রশিক্ষণ দিয়েছে। ৬ হাজারেরও বেশী উন্নয়নশীল দেশ ও আঞ্চলিক সংস্থা থেকে কর্মকর্তা ও প্রযুক্তিবিদ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

চলতি বছর চীন সেনিগালের জাতীয় থিয়েটার, কেনিয়ার নাইরোবির সড়ক, মঙ্গোলিয়ার উলানবাটোর ব্যায়ামশালা, মিসরের সুয়েজ বিশেষ অঞ্চলের পুঁজি বিনিয়োগ পরিসেবা ভবন এবং গিনি বিসাউ'র পৌরসভার অফিস ভবন নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দশ কোটি ইউয়ান রেনমিনবি'র ব্যয় করেছে।

সংসদ নির্বাচনে এরশাদের যোগ্যতা বাতিল

বাংলাদেশের নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর ঘোষণা করেছে যে , আগামী সাধারণ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের যোগ্যতা বাতিল করা হয়েছে । ফলে বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ২০০৭ সালের ২২ জানুয়ারী অনুষ্ঠিতব্য বাংলাদেশের নবম সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না ।

কার্যমেয়াদে বড় অংকের দুর্নীতি করার অভিযোগে ১৪ ডিসেম্বর বাংলাদেশের হাইকোর্ট এরশাদকে দু' বছর কারাদন্ডের আদেশ দেয় । তিনি সুপ্রীম কোর্টে আপীল করার পর ২৬ ডিসেম্বর সুপ্রীম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে । বাংলাদেশের সংবিধান অনুযায়ী , সংসদ নির্বাচনে যোগদানের জন্য তার যোগ্যতা বাতিল হয়েছে । ২৭ ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশ গ্রহণে এরশাদের যোগ্যতা বাতিল করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় ।

ভারত ২০০৭ সালের সেপ্টেম্বরের আগে সুনামী সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে

২৬ ডিসেম্বর ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কাপিল সিবাল বলেছেন, ভারত ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের আগে সুনামীর আগাম সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

ভারত মহাসাগরে সুনামীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তিনি বলেছেন, এই ব্যবস্থা ভারতের সমুদ্র উপকূলবর্তী এলাকায় রাখবে। এই ব্যবস্থা ১০ মিনিটের মধ্যে বিপর্যয় চিহ্নিত করার পর ২০ মিনিটের মধ্যে সতর্ক করতে পারবে।

জানা গেছে, ভারত সুনামী সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার ২৭.৫ কোটি মার্কিন ডলার ব্যয় করবে।

শ্রীলংকার জনগণের প্রতি একসঙ্গে রাষ্ট্রীয় উন্নয়ন দ্রুততর করার আহ্বান জানিয়েছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

শ্রীলংকার প্রধানমন্ত্রী রাটনাসিরি বিক্র মানায়াক ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় সারা দেশের জনগণদেরকে ঐক্য বজায় রাখা এবং সংকট মোচন করার আহ্বান জানিয়েছেন। যাতে সুনামীর পর পুনর্গঠন কাজ সম্পন্ন করা এবং রাষ্ট্রীয় উন্নয়ন দ্রুততর করা যায়।

তিনি এদিন রাজধানী কলম্বোর প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে পারালিয়ায় অনুষ্ঠিত স্মরণ সভায় বলেছেন, দু'বছর আগে সুনামী হবার পর শ্রীলংকার জনগণ এখনো ত্রাণকর্ম ও পুনর্গঠনের কাজ করছে। তিনি আশা করেন, পরবর্তী এই সংহতির মনোভাব বজায় থাকবে। তিনি সুনামির পর শ্রীলংকাকে বিরাট সাহায্য দেয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের ফাঁসি হয়েছে

৩০ ডিসেম্বর স্থানীয় সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে বাগদাদে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছে । ইরাকের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মোওয়াফাক আল রুবাই সাংবাদিকদের সঙ্গে একটি সাক্ষাত্কারে বলেছেন , তিনিসহ ইরাকের কিছু সরকারী কর্মকর্তা , ধর্মীয় ব্যক্তি ও সাদ্দামের একজন আইনজীবী অনুমতি পেয়ে ফাঁসীর গোটা প্রক্রিয়া দেখেছেন ।

ফাঁসিদন্ডটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেছেন , সাদ্দামের ভাই বারজান হাসান আল টিক্রিটি ও ইরাকের সাবেক বিপ্লবী আদালতের শীর্ষ বিচারপতি আওয়াদ আহমেদ আল বানদারকেও একই দিন ফাঁসি দেয়ার কথা ছিল , তবে ইরাকের সংশ্লিষ্ঠ বিভাগ স্থির করেছে যে ঈদুল আজহার পরে তাদের মৃত্যুদন্ড করা হবে ।

সাদ্দামকে হত্যা করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাগদাদের রাস্তায় রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে । সাদ্দামের জন্মস্থান টিকরিটে ভোর পাঁচটা থেকেই চারদিনব্যাপী কারফিউ জারী করা হয়েছে ।

সাদ্দামের মৃত্যুর পর ইরাকের দক্ষিণাঞ্চলের কুফা শহরে এক গাড়ী বোমা বিস্ফোরণ ঘটেছে । এতে কমপক্ষে ৩০ জন নিহম ও ৪৫জন আহত হয়েছে ।

সুনামির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ-পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

ভারত মহাসাগরে সুনামীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিহত পরিবার পরিজনের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে ২৬ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ১০ হাজার জনতা সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তামিলনাডু রাজ্যের নাগাপাতিনাম অঞ্চলে একটি আনুষ্ঠানিক স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করে ।

নাগাপাতিনাম অঞ্চলের দুর্গতদের একটি প্রাথমিক স্কুলে ২ শোরও বেশি শিক্ষক ও ছাত্রছাত্রী আকারেইপেতাই মত্স্য শিকারী বন্দরে গিয়ে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়েছে ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন সরকার সুনামী দুর্গত দেশগুলোর কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নানা ধরনের সাহায্যদান প্রকল্পের অধিকাংশ সম্পন্ন করেছে।