 ২০০৬ সালের ৩১ ডিসেম্বর রাত থেকে ২০০৭ সালের পয়লা জানুয়ারী সকাল পর্যন্ত থাইল্যান্ডে ধারাবাহিক বোমাবিস্ফোরণ ঘটেছে। এতে ৩ জন নিহত এবং ত্রিশ জনেরও বেশী আহত হয়েছেন।
পয়লা জানুয়ারী ভোরে রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্ব বাণিজ্য কেন্দ্র, খাও সার্ন রাস্তা এবং ছাও ফিরা নদী জাহাজঘাটায় একই সময় বোমাবিস্ফোরণ ঘটেছে। এতে কয়েক জন পশ্চিমা পর্যটক আহত হয়েছেন। সকালে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের ছিয়াং মাই শহরের একটি মসজেদে বোমাবিস্ফোরণ ঘটেছে। এতে ১ জন আহত হয়েছে।

এর আগে স্থানীয় সময় ২০০৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যাংককের বিভিন্ন জাঁকজমকপূর্ণ বাণিজ্যিক এলাকায় কমপক্ষে ৭টি বোমাবিস্ফোরণ ঘটেছে। এতে ৩ জন নিহত এবং ত্রিশ জনেরও বেশী আহত হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সুরায়ুদ ছুলানন্ত পয়লা জানুয়ারী সকালে দেয়া এক ভাষণে বলেছেন, থাইল্যান্ডের পুলিশের তথ্য অনুযায়ী ব্যাংককের ধারাবাহিক বোমাবিস্ফোরণের সৃষ্টিকারী হচ্ছে সম্ভবতঃ বিশৃঙ্খল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাবেক প্রশাসনের লোকজন।

|