v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-31 20:06:41    
প্রেসিডেন্ট হু চিন থাওয়ের নববর্ষের বাণী(ছবি)

cri

    নববর্ষ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীনের আন্তর্জাতিক বেতার , চীনের কেন্দ্রীয় গণ বেতার ও চীনের কেন্দ্রীয় টি ভি কেন্দ্রের মাধ্যমে ' মিলিতভাবে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার নতুন ভবিষ্যত সৃষ্টি করুন ' নামে একটি ভাষণ দিয়েছেন । তিনি তার ভাষণে সমগ্র দেশের সকল জাতির জনগণ , হংকং , ম্যাকাও ও তাইওয়ানের স্বদেশীয় আর প্রবাসীচীনা ও বিদেশী চীনাদের এবং পৃথিবীর বিভিন্ন দেশের বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি তার বাণীতে বলেছেন , প্রিয় ভদ্র মহোদয়দ ও ভদ্রমহিলাগণ , কমরেডগণ ও বন্ধুগণ , নতুন বছরের আগমনি বার্তা শোনা যাচ্ছে । ২০০৭ সালকে স্বাগত জানানোর শুভলগ্নে আমি চীনের আন্তর্জাতিক বেতার , কেন্দ্রীয় গণ বেতার ও কেন্দ্রীয় টি ভি কেন্দ্রের মাধ্যমে চীনের সকল জাতির জনগণ , হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্বদেশীয়দের , তাইওয়ান স্বদেশীয় ও প্রবাসী চীনা ও বিদেশী চীনাদের এবং বিভিন্ন দেশের বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ।

    ২০০৬ সাল ছিল চীনের একাদশ পাঁচশালা পরিকল্পনার প্রথম বছর । চীনের সকল জাতির জনগণ ঐক্যবদ্ধ হয়ে মিলিত প্রচেষ্টা চালিয়ে সমাজতান্ত্রিক সমাজের গঠনকাজে এবং রাজনৈতিক , সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে নতুন সাফল্য অর্জন করেছে । জনসাধারনের জীবনযাত্রার মান আরো উন্নত হয়েছে । চীনা জনগণের অপেক্ষাকৃত সচ্ছল জীবন বাস্তবায়নের পথে চীন আরো এক ধাপ এগিয়ে গেছে । একই সঙ্গে চীন বিদেশের সঙ্গে বিনিময় ও সহযোগিতা চালিয়েছে । আন্তর্জাতিক বিষয়ে দ্বিপক্ষীয় ও বহু পক্ষীয় আলোচনায় অংশ নিয়েছে , আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়ের সমাধান তরান্বিত করার চেষ্টা করেছে এবং বিশ্বশান্তি ও উন্নয়নের জন্য অবদান রেখেছে । কিছু দিন আগে চীনের কমিউনিষ্ট পার্টির ষষ্ঠদশ জাতীয় সম্মেলনের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনটিতে সমাজতান্ত্রিক সুষম সমাজ গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । চীনের বিভিন্ন জাতির জনগণ নিজেদের পরিশ্রম ও বিজ্ঞতা দিয়ে নিজের সুখী জীবন ও উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করছেন ।

    ২০০৭ সাল হল চীনা জনগণের উন্নয়ন তরান্বিত করে সমাজতান্ত্রিক সুষম সমাজ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ বছর । আমরা অর্থনীতির দ্রুত উন্নয়নের জন্য অর্থনীতির কাঠামো পরিবর্তন করবো , জ্বালানী সম্পদ সাশ্রয় ও পরিবেশ রক্ষার কাজ জোরদার করবো , সংস্কার অভিযান আরো গভীরে নিয়ে সামাজিক উন্নয়ন ও জনগণের জীবনের সমস্যাগুলো সমাধান করবো এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন বিজ্ঞান সম্মত উন্নয়নের কক্ষপথে আনার প্রচেষ্টা চালাবো । আমরা এক দেশে দুই সমাজ ব্যবস্থা, হংকংবাসীদের হংকং শাসন , ম্যাকাওবাসীদের ম্যাকাও শাসন আর উচ্চ মানের স্বশাসনের নীতিতে অবিচল থেকে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলিক সরকার ও প্রশাসককে সমর্থন জানাবো । হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে মূলভুভাগের বিনিময় ও সহযোগিতা বাড়াবে এবং হংকং ও ম্যাকাওয়ের স্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখবো । চীন শান্তিপূর্ণ একায়ন ও এক দেশ দুই সমাজ ব্যবস্থার মূল নীতি অনুসারে প্রণালীর দুই পারের সম্পর্ক পরিচালনা করবে , দুই পারের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করবে এবং চীনের একায়ন তরান্বিত করার চেষ্টা চালাবে ।

   

1  2