চীনের শিংহুয়া বার্তা সংস্থার এক সূত্রে জানা গেছে, ২০০৬ সালে চীনা নাগরিকদের বিদেশে যাওয়ার সংখ্যা ৩ কোটি ২ লাখ পার্সন টাইমে পৌছবে বলে অনুমান করা হচ্ছে। এদের মধ্যে বেশীর ভাগ বাণিজ্য, পর্যটন, পড়াশুনা এবং আত্মীয়স্বজনকেদেখার কারনে বিদেশে গিয়েছেন।
চীনের পরাষ্ট্র মান্ত্রণালয়ের এক সূত্র থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সংস্কার ও উন্মুক্ততা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের সহযোগিতা ও বিনিময় ঘনিষ্ঠ হয়েছে । তা ছাড়া, চীনা জনগণের জীবন যাত্রার মান উন্নত হয়েছে এবং বিদেশের যাওয়ার প্রণালীও আগের চেয়ে সহজ হয়েছে। সুতরাং বিদেশে যাওয়ার লোকসংখ্যা দ্রুত গতিতে বেড়েছে।
বতর্মানে ১০৮টি দেশ চীনের পযর্টনের জায়গা হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। এখন এশিয়া অঞ্চলের মধ্যে চীনা নাগরিকদের বিদেশে যাওয়র লোকসংখ্যা সবচেয়ে বেশী।
|