এ বছরের পয়লা জুলাই চীনের ছিংহাই-তিব্বত রেলপথ চালু তিব্বতের পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করেছে। সদ্য-সমাপ্ত তিব্বতের অর্থনীতি বিষয়ক কর্মসম্মেলনের সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মোট ২৪.৫ লাখ বিদেশী পর্যটক তিব্বতে ভ্রমণ করেছেন। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ৩৬ শতাংশ বেশী।
খবরে জানা গেছে, ছিংহাই-তিব্বত রেলপথ চালু তিব্বতের পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করেছে। সঙ্গে সঙ্গে তিব্বতের বিমান ও সড়ক পথের যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিপুল সংখ্যক পর্যটকদের স্বাগত জানানোর জন্যে তিব্বতে এ বছর ৮৬টি রেস্টুরেন্ট ও হোটেল নির্মাণ করা হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ ভূ-পৃষ্ঠের রেলপথ, অর্থাত্ ছিংহাই-তিব্বত রেলপথ ছিংহাই প্রদেশের সিনিং শহর থেকে শুরু হয়ে তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহর পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য হচ্ছে ১৯৫৬ কিলোমিটার।
|